Advertisment

পঞ্চায়েত ভোট: এবার কমিশন-বিজেপি সংঘাত, ফের আদালতে মুকুলরা

আবারও রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল গেরুয়াবাহিনী। প্রতিনিধিদলের সদস্যসংখ্যা নিয়ে কমিশনের সঙ্গে সংঘাতে বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
পঞ্চায়েত ভোট: নির্বাচন প্রক্রিয়ায় ফের স্থগিতাদেশ বাড়ল

কলকাতা হাইকোর্টে বিজেপি নেতা মুকুল রায়।ফাইল ছবি- পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাজ্যে পঞ্চায়েত ভোট ঘিরে ফের আদালতে গেল বিজেপি। আবারও রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল গেরুয়াবাহিনী। পঞ্চায়েত ভোটের নতুন দিনক্ষণ কবে স্থির করা হবে, এই বিষয়ে এদিন রাজনৈতিক দলগুলির নেতাদের বৈঠকে ডাকে রাজ্য নির্বাচন কমিশন। সেই বৈঠক ঘিরে এবার নতুন করে জটিলতা তৈরি হল। শনিবার কমিশনের বৈঠকে যোগ দিতে যান বিজেপি-র ৫ প্রতিনিধি। প্রতিনিধিদলের এই সদস্যসংখ্যা নিয়েই তৈরি হয়েছে নতুন সংঘাত। প্রতি রাজনৈতিক দলপিছু ২ জনের বেশি কোনও প্রতিনিধিকে ঢুকতে দেওয়া যাবে না বলে জানায় পুলিশ। এদিকে বিজেপি-র দাবি, রাজ্য নির্বাচন কমিশনারের অনুমতি নিয়েই মোট ৫ জন তাঁরা বৈঠকে এসেছেন। কিন্তু বিজেপি-র সেই দাবি কার্যত উড়িয়ে দেয় পুলিশ। বিজেপির ৫ প্রতিনিধিকে বৈঠকে যোগ দেওয়ার অনুমতি না দেওয়ায় পুলিশের সঙ্গে বচসাও বাধে মুকুল রায়দের সঙ্গে। শেষমেশ বৈঠকে না যোগ দিয়েই ফিরে আসেন বিজেপির প্রতিনিধিরা। আর এবার এ ঘটনাকে ঘিরেই কমিশনের সঙ্গে সংঘাতে জড়াল রাজ্য বিজেপি নেতৃত্ব। এ নিয়ে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে অভিযোগ জানিয়েছেন মুকুল রায়রা।

Advertisment

এদিন বিজেপি নেতা মুকুল রায় বলেন যে, রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তাঁদের কথা হয়েছিল যে ওই বৈঠকে তাঁরা মোট ৫ জন যাবেন। কমিশনার তাঁদের কথায় সম্মতি দিয়েছিলেন বলেও জানান মুকুল। তিনি বলেন, ‘‘কমিশনারের সঙ্গে কথা হয়েছিল, দলের পক্ষ থেকে ৫ জন বৈঠকে যোগ দেবেন।’’ কিন্তু পুলিশ যেভাবে তাঁদের প্রতিনিধিদের যেভাবে বৈঠকে যোগ দিতে বাধা দিয়েছে, সেপ্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন মুকুলরা। তিনি বলেন,‘‘পুলিশকে দিয়ে যে আচরণ করানো হল, তা গণতন্ত্রের পক্ষে এক কলঙ্ক।’’ রাজ্য পুলিশ এদিন হেনস্থা করেছে বলেও অভিযোগ করেন মুকুল।

আরও পড়ুন, পিছিয়ে গেল রাজ্যের পঞ্চায়েত ভোট, নতুন দিন ঘোষণা করতে নির্দেশ হাইকোর্টের

রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে যোগ না দিয়ে এদিন কলকাতা হাইকোর্টে যান মুকুল রায়রা। হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে কমিশনের বিরুদ্ধে এ ব্যাপারে নালিশ জানান তাঁরা।

আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন মমতা

অন্যদিকে বিজেপি-র এই আচরণ নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘ওঁরা নাটক করতে এসেছিলেন। চিঠিতে বলা ছিল, ২ জনের বেশি কাউকে আনা যাবে না, তাও পাঁচজন এসেছিলেন। আসলে এসব ওঁদের কৌশল।’’ বিজেপি-র নাম না করে পার্থ বলেন, ‘‘ওঁরা ভোট করবে না, ওঁরা শুধু কোর্টমুখী, জনতামুখী নন।’’

আরও পড়ুন, ঠুনকো প্রতিশ্রুতি! পঞ্চায়েত ভোট বয়কটের সিদ্ধান্ত ছিটমহলবাসীর

শনিবার রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘কমিশনকে জানিয়েছি, যখনই ভোট হোক আমরা প্রস্তুত।’’ তিনি আরও বলেন, ‘‘বর্ষায় ভোট হোক তা চাই না, রমজান মাসের মধ্যে ভোট হোক, তাও চাই না। যত দ্রুত সম্ভব রমজান মাসের আগে ভোটপ্রক্রিয়া শেষ হোক।’’ তবে প্রয়োজনে ভোটের একদিন রমজান মাসের মধ্যে পড়লেও অসুবিধা নেই বলে জানিয়েছেন পার্থ।

শুক্রবার পঞ্চায়েত মামলায় রায় দিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জানায় যে, নতুন করে ভোটের দিনক্ষণ ঘোষণা করতে হবে কমিশনকে। এমনকি, পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র দাখিলের জন্য অতিরিক্ত একদিন ধার্য করতেও বলেছে হাইকোর্ট।

panchayat vote bjp election commission
Advertisment