/indian-express-bangla/media/media_files/2025/03/03/QhKh559DyrOGMJxwXxDK.jpg)
বিশ্ব বন্যপ্রাণী দিবসে জঙ্গল সাফারিতে মোদী, হিংস্র সিংহকে ফ্রেমবন্দী করলেন প্রধানমন্ত্রী
World Wildlife Day: আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস। আজকের বিশেষ এই দিনে প্রধানমন্ত্রী মোদী জঙ্গল সাফারি উপভোগ করে বন্যপ্রাণী সংরক্ষণে ভারতের অবদানের প্রসঙ্গ তুলে ধরেন।
বিশ্ব বন্যপ্রাণী দিবসে জীববৈচিত্র্য রক্ষা ও সংরক্ষণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে এক্স হ্যান্ডেলে এক পোস্টে মোদী লিখেছেন,বিশ্ব বন্যপ্রাণী দিবসে আসুন আমাদের পৃথিবীর অবিশ্বাস্য জীববৈচিত্র্য রক্ষা ও সংরক্ষণের জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি। বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে সোমবার সকালে গুজরাটের জুনাগড় জেলার গির জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্যে জঙ্গল সাফারি উপভোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর আগে রবিবার সন্ধ্যায়, প্রধানমন্ত্রী মোদী সোমনাথ মন্দিরে প্রার্থনা করেন।
PM Narendra Modi visits Gir National Park in Gujarat pic.twitter.com/dC9sk9wQIB
— ANI (@ANI) March 3, 2025
আজ, বিশ্ব বন্যপ্রাণী দিবসে, প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিশ্বের অনেক দেশে বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে, তবে ভারতে বাঘের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তিনি ৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে জাতীয় বন্যপ্রাণী বোর্ডের (NBWL) সভায় সভাপতিত্ব করবেন। সভার আগে সোমবার সকালে জঙ্গল সাফারি উপভোগ করেন প্রধানমন্ত্রী মোদী।
#WATCH PM Narendra Modi visits Gir National Park and Wildlife Sanctuary in Gujarat pic.twitter.com/0GYTmfItcE
— ANI (@ANI) March 3, 2025
বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে ভারত এমন একটি দেশ যেখানে প্রকৃতিকে রক্ষা করা ভারতের সংস্কৃতির একটি অংশ। বন্যপ্রাণী রক্ষায় ভারতের সাফল্যর কথাও তুলে ধরেন মোদী। তিনি বলেন, আজ বিশ্বজুড়ে বন্যপ্রাণী প্রেমীদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বিশ্বের অনেক দেশে বাঘের সংখ্যা একই রয়ে গিয়েছে বা বা হ্রাস পাচ্ছে, কিন্তু ভারতে কীভাবে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে?
PM Narendra Modi takes lion safari in Gir forest in Gujarat pic.twitter.com/qnJDsaBewc
— ANI (@ANI) March 3, 2025
প্রধানমন্ত্রী বলেন, "ভারত বাস্তুতন্ত্র এবং অর্থনীতির মধ্যে দ্বন্দ্বে বিশ্বাস করে না, বরং উভয়ের সহাবস্থানকে সমান গুরুত্ব দেয়।" বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে ভারতের অনন্য সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ভারত এমন একটি দেশ যেখানে প্রকৃতি রক্ষা সংস্কৃতির একটি অংশ। আমাদের পরিবেশ নিরাপদ থাকলেই কেবল মানবজাতির জন্য একটি উন্নত ভবিষ্যৎ সম্ভব"। মোদী এদিন আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষায় ভারতের অবদানের জন্য আমরা গর্বিত। আমরা আগামী প্রজন্মের জন্য তাদের ভবিষ্যত সুরক্ষিত রাখতে বন্ধ পরিকর! বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষায় ভারতের অবদানের জন্য আমরা গর্বিত।