এশিয়া কাপের প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে ১৩৭ রানে হেরেছিল শ্রীলঙ্কা। কিন্তু অ্য়াঞ্জেলো ম্যাথিউজদের কাছে আরও একটা লাইফলাইন ছিল টুর্নামেন্টে টিকে থাকার জন্য। আফগানিস্তানের বিরুদ্ধে জিততে পারলেই উপমহাদেশীয় ক্রিকেট লড়াইয়ে থেকে যেতে পারতেন দ্বীপরাষ্ট্রের ক্রিকেটাররা। কিন্তু সোমবার আবু ধাবির শেখ জাইদ স্টেডিয়ামে আফগানিস্তানের কাছে ৯১ রানে হেরে এশিয়া কাপের অভিযান শেষ হয়ে গেল শ্রীলঙ্কার।
আরও পড়ুন: বিরাট কোহলি, ইউনিস খানের এলিট ক্লাবে এবার মুশফিকুর রহিম
এদিন আরও একবার আফগানিস্তান বুঝিয়ে দিল যে, তাঁরা আন্তর্জাতিক ক্রিকেটে ধীরে ধীরে নিজেদের জায়গা করে নিচ্ছে। অলরাউন্ড পারফরম্যান্সেই বড় ব্যবধানে টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিতল তারা। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ইহসানুল্লাহ (৪৫) ও রহমাহ শাহর (৭২) ব্যাটে ভর করে নির্ধারিত ওভারে ২৪৯ তোলে আফগানিস্তান। জবাবে শ্রীলঙ্কা ৪১.২ ওভারে ১৫৮ রানে শেষ হয়ে যায়। শ্রীলঙ্কার সর্বোচ্চ স্কোর উপুল থরঙ্গার (৩৬)। আফগান বোলিং বিভাগও এদিন দুরন্ত কার্যকরী ভূমিকা পালন করেছে। মুজিবুর রহমান, গুলবাদিন নইব, মহম্মদ নবি ও রশিদ খান দু’টি করে উইকেট পেয়েছেন।
গত ১৪ জুলাই বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে বাইশ গজে নতুন ইতিহাস লিখেছিল রশিদ খানরা। প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে পথচলা শুরু করেছিল আফগানিস্তান। যদিও ইনিংস ও ২৬২ রানে হেরে গিয়েছিল আফগানিস্তান। টেস্ট অভিষেকে তাঁদের স্মৃতি সুখকর হয়নি ঠিকই, কিন্তু তাঁরা সেই এক ম্যাচের টেস্ট থেকেই অনেক শিক্ষা নিয়েছিল।