Advertisment

ATK-তে খেলে যাওয়া সর্বশ্রেষ্ঠ কিংবদন্তি এবার নামি ইউরোপীয় ক্লাবের কোচ! বিরাট আপডেটে তোলপাড়

এটিকের মহাতারকাকে নিয়ে বিরাট আপডেট

author-image
Subhasish Hazra
New Update
NULL

আইএসএল-এ খেলে যাওয়া সর্বকালের অন্যতম সেরা হাইপ্রোফাইল তারকা তিনি। এটিকের জার্সিতে খেলে যাওয়া সেই কিংবদন্তি রবি কিন এবার কোচ হলেন বিখ্যাত মেক্কাবি তেল আভিভের।

Advertisment

আয়ারল্যান্ডের জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা রবি কিন ইপিএলের অন্যতম কিংবদন্তি। টটেনহ্যাম হটস্পারের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ গোলদাতা তিনি। সেই তারকাই এটিকের মার্কি প্লেয়ার হিসাবে এসেছিলেন ২০১৭/১৮ সিজনে।

এটিকের কোচ থাকাকালীন টেডি শেরিংহ্যাম সতীর্থ রবি কিনকে সই করিয়েছিলেন। ক্লাবের ক্যাপ্টেনও হয়েছিলেন সেই সিজনে। তবে দুবাইয়ে প্রিসিজন ক্যাম্পে গিয়ে চোট পেয়ে মরসুমের অর্ধেক খেলতে পারেননি। ডিসেম্বরে এটিকের জার্সিতে অভিষেক। চেন্নাইয়িনের বিরুদ্ধে আইএসএল-এর প্ৰথম গোল।

সেই মরশুমে হারের পর হারের ধাক্কায় কোচ টেডি শেরিংহ্যাম এবং টিডি আশলে ওয়েস্টউডকে মাঝপথেই সরিয়ে দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয় রবি কিনকে। সেই মরশুম শেষে খেলোয়াড়ি কেরিয়ারে ইতি টানেন।

এটিকেতে কোচিংয়ের হাতেখড়ি হয়েছিল। এবার ইউরোপীয় কোনও শীর্ষ পর্যায়ের ক্লাবের কোচ হতে চলেছেন তিনি। ইজরায়েলের নামি ক্লাব মেক্কাবি তেল আভিভ-এর সঙ্গে দু-বছরের চুক্তি হল তাঁর।

ইজরায়েলি ক্লাবটি জুলাইয়ের ২৭ তারিখে নামছে প্ৰথমবার কিনের কোচিংয়ে। ইউরোপা কনফারেন্স লিগে রবি কিনের কোচিংয়ে মেক্কাবি খেলবে রোমানিয়ান ক্লাব পেত্রকাব হিনসেসতির বিপক্ষে।

যাইহোক, ভারতে প্ৰথম কোচিং কেরিয়ার শুরু করার পর টটেনহ্যাম, লিভারপুল, ইন্টার মিলান, লস এঞ্জেলস গ্যালাক্সিতে খেলা রবি কিন আয়ারল্যান্ডের জাতীয় দলের সহকারীর ভূমিকা পালন করেছেন। লিডসেও কোচিং করিয়েছেন তিনি গত সিজনেই।

গত সিজনে ইজরায়েলি লিগে মেক্কাবি তৃতীয় স্থানে ফিনিশ করেছিল। গত একদশকে এই নিয়ে ১৫তম কোচ নিয়োগ করল ইজরায়েলি জায়ান্টরা। জর্দি ক্রুয়েফ, পিটার বস, পাউলো সোসার মত নামি কোচেরাও অতীতে মেক্কাবির কোচ ছিলেন। এশিয়ার দেশ হলেও ইজরায়েল ফুটবল সংস্থা ১৯৯৪ থেকেই উয়েফার সদস্য দেশ।

Read the full article in ENGLISH

Ireland Indian Football ISL ATK
Advertisment