Advertisment

BCCI ছেড়ে এবার কি ICC সিংহাসনে সৌরভ! প্রবল জল্পনায় সত্যিটা জানালেন মহারাজ

বোর্ড সভাপতি হতে পারেন জয় শাহ। এমন জল্পনা আগেই ছড়িয়েছে। এবার সৌরভ কি তাহলে আইসিসিতে!

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

জল্পনা ছড়িয়েছিল। বলা হচ্ছিল বোর্ডের তখত ছেড়ে সৌরভের ঠিকানা হতে পারে আইসিসি। সরাসরি দুবাইয়ে। চেয়ারম্যান হিসেবে নাকি নতুন দায়িত্ব পেতে চলেছেন মহারাজ। তবে সৌরভ সেই জল্পনার মধ্যেই জানিয়ে দিলেন, আইসিসি চেয়ারম্যান হওয়ার বিষয়টি মোটেই তাঁর হাতে নেই।

Advertisment

গত জুলাইয়ে আইসিসির তরফে পরবর্তী চেয়ারম্যান বাছাই প্রক্রিয়ায় অনুমোদন দেওয়া হয়েছিল নভেম্বরে। চলতি বছরেই মেয়াদ শেষ হচ্ছে আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের। বার্মিংহ্যামের মিটিংয়ে ঠিক হয়েছিল সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে পরবর্তী চেয়ারম্যান বাছাই করা হবে। আগামী দুই বছরের জন্য মেয়াদ শুরু হবে ১ ডিসেম্বর, ২০২২ থেকে ৩০ নভেম্বর, ২০২৪।

আরও পড়ুন: রোহিতরা মুটিয়ে গিয়েছেন, তাই বারবার হার! বিষ্ফোরক কারণ তুললেন প্রাক্তন

সময় যত শেষের পথে ততই সৌরভের নাম আলোচনায় উঠে আসছিল। তবে এই বিষয়ে সরাসরি কিংবদন্তি জানালেন, "আইসিসি চেয়ারম্যান হওয়ার বিষয়টি আমার হাতে নেই।" সাধারণত, আইসিসি বোর্ড সদস্যদের দুই তৃতীয়াংশের সমর্থন থাকলে এতদিন চেয়ারম্যান হওয়া যেত। তবে নতুন নিয়মে, ৫১ শতাংশ ভোট পেলেই চেয়ারম্যান নির্বাচিত হওয়া যাবে। তাই ১৬ সদস্যের মধ্যে নয়জনের সমর্থন পেলেই নতুন নিয়মে চেয়ারম্যান হওয়া যাবে।

এদিকে, আন্তর্জাতিক মঞ্চে ভারতের খারাপ ফর্ম অব্যাহত। বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ অবশ্য টিম ইন্ডিয়ার পাশেই দাঁড়াচ্ছেন। বলে দিচ্ছেন, "রোহিত শর্মার জয়ের শতকরা হার প্রায় ৮০। ভারত হয়ত শেষ তিন-চারটে ম্যাচে হেরেছে। তবে তার আগে রোহিত ৩৫-৪০ ম্যাচে নেতৃত্ব দিয়ে মাত্র পাঁচ-ছয়টা হেরেছে। তবে রোহিত এবং রাহুল দ্রাবিড় যে টিমের পারফরম্যান্সের উন্নতি নিয়ে উদ্বিগ্ন, সে বিশ্বাস রয়েছে। দু-একটা হারে আমি মোটেই বিচলিত নই। তবে মানতেই হবে বড় টুর্নামেন্টে আমরা মোটেই ভাল খেলতে পারছি না।"

আরও পড়ুন: জুয়ায় মদত দিচ্ছেন সৌরভ! বোর্ড সভাপতিকে নিয়ে মুখ খুললেন এবার গম্ভীর

"আগামী দু-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বকাপ খেলতে রওনা দেবে জাতীয় দলে। টুর্নামেন্টে নামার আগে অনুশীলন ম্যাচ খেলার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে।"

কোহলির ফর্মে ফেরা নিয়েও মুখ খুলেছেন মহারাজ, "কোহলি এশিয়া কাপে ভাল করেছে। এটা দারুণ খবর। আশা করব, ও এই ফর্ম ধরে রাখবে।"

BCCI Sourav Ganguly ICC
Advertisment