Advertisment

লকডাউনে ঋদ্ধির বাড়িতে ডাকাতি, কাকার বুদ্ধিতে বাজিমাত

ঋদ্ধিমানের শিলিগুড়ির বাড়ি বর্তমানে ফাঁকাই রয়েছে। দাদা মুম্বইয়ে কাজের সূত্রে থাকেন। বাবা-মা কলকাতায় ঋদ্ধির কাছে এসে লকডাউনে আটকে পড়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লকডাউনের মধ্যেই ডাকাতির চেষ্টা করা হল ঋদ্ধিমান সাহার বাড়িতে। কলকাতায় নয়, ঋদ্ধির শিলিগুড়ির পৈতৃক বাড়িতে এমন কাণ্ড ঘটল। প্রকাশ্যে আসতেও শুরু হইচই।

Advertisment

জানা গিয়েছে, ঋদ্ধিমানের কাকা শিলিগুড়ির শক্তিগড় এলাকায় থাকেন। তিনি সেই ডাকাতির প্রচেষ্টা রুখে দিয়ে পুলিশে খবর দেন। এরপর ছয় জন দুষ্কৃতীই পালিয়ে যায়।

দক্ষিণ কলকাতায় পরিবারের সঙ্গেই থাকেন ঋদ্ধিমান। তিনি পিটিআইকে শনিবার জানান, "ভীষণ খারাপ খবর। বাচ্চাবেলায় ডাকাতির অনেক গল্প পড়েছি। আশা করি পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নেবে।"

ঋদ্ধিমানের শিলিগুড়ির বাড়ি বর্তমানে ফাঁকাই রয়েছে। দাদা মুম্বইয়ে কাজের সূত্রে থাকেন। বাবা-মা কলকাতায় ঋদ্ধির কাছে এসে লকডাউনে আটকে পড়েছেন।

শিলিগুড়ি থেকে ঋদ্ধিমানের শৈশবের কোচ জয়ন্ত ভৌমিক জানান, "ডাকাতরা জানত বাড়িতে কেউ নেই। তাই শুক্রবার রাত দুটোর সময় পিছনের দরজা দিয়ে ঢোকে। তবে সামনেই থাকেন ঋদ্ধির কাকা। উনিই বিপদ বুঝে চিৎকার করেন। এবং পুলিশে খবর দেন।"

পুলিশ এসে ঋদ্ধির বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তদন্ত শুরু করা হয়েছে।

cricket Wriddhiman Saha
Advertisment