/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/KOHLI-DISTURBED.jpg)
কোহলিহীন ভারত চাপে থাকবে পাকিস্তানের বিরুদ্ধে: হাসান আলি
অঞ্জলি ঝা
নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে বহু কিছু শুনে থাকেন এ দেশের ভোটাররা। আর ভোটারদের মন জয়ের জন্য নিখরচায় মদ্যপানের ব্যবস্থা থেকে নগদ অর্থ বিতরণ, কোনও কিছুতেই পিছপা হননা এ দেশের ভোটপ্রার্থীরা। তবে মহারাষ্ট্রের এক ঘটনা এসব কিছুকে ছাপিয়ে গেছে।
শিরুরের রামলিঙ্গ গ্রাম পঞ্চায়েতের ভোটে এক সরপঞ্চ পদপ্রার্থী ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি একটি অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে আসবেন। ২৫ মে এক অনুষ্ঠানে হাজির হবেন বিরাট কোহলি, গ্রামে গ্রামে রটিয়ে দেওয়া হয়েছিল এই বার্তা। বিরাট কোহলি ও বিটঠল গণপত ঘাভাতে নামের ওই সরপঞ্চ পদপ্রার্থীর ফেস্টুনে ছেয়ে দেওয়া হয়েছিল গোটা এলাকা।
বিরাট দর্শনের জন্য যাঁরা মুখিয়ে ছিলেন, তাঁদের জন্য কী প্রতীক্ষা করেছিল জানেন? কোহলিকে এ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণই জানানো হয়নি। এমনকি জানানো হয়নি অনুষ্ঠানের কথাও। জনতাকে বোকা বানানোর জন্য উদ্যোক্তারা যে ব্যবস্থা করেছিলেন তা জানলে চমকে উঠতে হবে।
তাঁরা মঞ্চে হাজির করেন কোহলির মতন দেখতে এক ব্যক্তিকে। ক্যাওটিক নিনজা নামের একটি হ্যান্ডেল থেকে এ নিয়ে প্রথম ট্যুইটটি করা হয়। তারপরেই শুরু হয় এ নিয়ে মাতামাতি।
So this actually happened. They put up an election rally ad saying Virat Kohli is going to campaign for us and they actually fooled public by bringing a lookalike of Virat Kohli ???????????????????? pic.twitter.com/Xl9GvAVi2W
— Alexis Rooney (@TheChaoticNinja) May 25, 2018
একজন আবার বিরাটকে গোটা ঘটনা জানিয়ে ট্যুইটে মেনশনও করে দিয়েছেন।
I can't stop laughing ????????????. No ones tagged @imVkohli yet ?
— See Ma (@iGeekyChic) May 26, 2018
Tears ????????????????????????
— Sreejit (@ThisHungryPanda) May 25, 2018
Result of Facebook data theft pic.twitter.com/I23pNkMVY5
— Piyush Mishra (@_p_k_m) May 26, 2018
#AchheDin expectations vs reality
— vivek nuna (@viveknuna) May 26, 2018
ওই অঞ্চলের এক বাসিন্দা আবার এ ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছেন।
Yep.. actually happened in my town yesterday! ????????♂️
— Ajay Ghawate-Patil (@ajayghawate) May 26, 2018