/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/raj.png)
যুবরাজকীয়! কানাডায় ঝড় তুললেন ব্য়াটে
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিছুদিন আগেই। কিন্তু ব্য়াট হাতে আজও ঝলসে উঠতে জানেন যুবরাজ সিং। ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এবার ঝড় তুললেন গ্লোবাল টি-২০ কানাডায়।
সোমবার ব্র্য়াম্পটনে ক্য়াপ্টেন যুবিকে পাওয়া গেল পুুরনো ধ্বংসাত্মক মেজাজে। ২৬ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেললেন পাঞ্জাব দা পুত্তর। দু'টি ছয় ও চারটি চার হাঁকালেন তিনি। যুবির ব্য়াটেই তাঁর টিম টরন্টো ন্য়াশনালস ২১৭ রানের টার্গেট রাখতে সমর্থ হয় উইনিপিগ হকসের সামনে। এদিন টস হেরে প্রথমে ব্য়াট করে যুবির দল। পাঁচ ওভারের মধ্য়েই চিরাগ সুরি ও হেনরিক ক্লাসেন আউট হয়ে যাওয়ার পর যুবরাজ সিং এবং ওপেনার রডরিগো টমাস ইনিংসের হাল ধরেন। এরপর পাঁচে ব্যাট করতে আসা কিয়েরন পোলার্ড ২১ বলে আগুনে ৫২ রানের ইনিংস খেলেন।
আরও পড়ুন:কেকেআরে না খেলতে পারা, আইপিএল কেরিয়ার নিয়ে আক্ষেপ যুবির
We witnessed some vintage shots from @YUVSTRONG12 before he got out on 45 (26). What an entertainer! #GT2019#TNvsWHpic.twitter.com/kaayDaPhOD
— GT20 Canada (@GT20Canada) July 29, 2019
When @YUVSTRONG12 crashed an interview and asked the most important question to @Cuttsy31 and @erinvholland! ????????????
HOWZZAT?#GT2019#ERvsTN#YuvrajSingh#Canada#Bramptonpic.twitter.com/l5rqONTki2— GT20 Canada (@GT20Canada) July 27, 2019
কিন্তু যুবরাজ-পোলার্ডদের জোড়া ইনিংস শেষ পর্যন্ত কাজে লাগে নি। উইনিপেগ হকস তিন উইকেটে এই ম্য়াচ জিতে নেয়। অস্ট্রেলিয়ার ক্রিস লিন (৪৮ বলে ৮৯), শাইমান আনওয়ার (২১ বলে ৪৩) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সানি সোহাল (২৭ বলে ৫৮) জয়ের মঞ্চ গড়ে দেন। গত ম্য়াচে যুবি ১৪ বলে ২৭ রানের ইনিংস খেলার জন্য় সমালোচিত হয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ম্য়াচেই স্বভাবসিদ্ধ মেজাজে ঘুরে দাঁড়ালেন তিনি।