ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে দাদাগিরি দেখিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজকে একপেশেভাবে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের অপরাজিত তকমা বজায় রেখেছে। সামনে রবিবার ভারতের মিশন বিশ্বকাপে প্রতিপক্ষ ইংল্যান্ড। সেই ম্যাচের ৪৮ ঘণ্টার মধ্যেই আবার কোহলিদের খেলতে হবে দুরন্ত ফর্মে থাকা বাংলাদেশের বিপক্ষে। তবে তার আগে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের হ্যাং ওভার মোটেই কাটছে না সমর্থকদের। ম্যাচের পর ২৪ ঘণ্টা অতিক্রান্ত। তবে এখনও রোহিত শর্মার আউট নিয়ে বিভ্রান্তি কাটছে না। রোহিত আউট ছিলেন নাকি ছিলেন না, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তর্ক অব্যাহত। রোহিতের আউটের পরে স্ত্রী রীতিকার কীর্তি আবার এখন মিম হয়ে ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।
ক্যারিবিয়ান-বধের পরেও বিশ্বকাপ আটকে রোহিত-রীতিকায়। প্রথমে ব্যাট করতে নেমে সতর্কভাবে শুরু করেছিল ভারত। প্রথম ৫ ওভারে স্কোরবোর্ডে মাত্র ১৭ রান তোলে রোহিত-লোকেশ জুটি। তবে কেমার রোচের ষষ্ঠ ওভারেই গিয়ার পরিবর্তন করার ইঙ্গিত মিলেছিল হিটম্যানের ব্যাটে। ওভার বাউন্ডারি ও বাউন্ডারিতে নিজের মেজাজ জানান দিতে শুরু করেছিলেন মুম্বইকর। তবে সেই ওভারেই ছন্দপতন। উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন রোহিত।
ICC World Cup 2019, India Vs West Indies Highlights: ক্য়ারিবিয়ানদের গুঁড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালে টিম ইন্ডিয়া
হঠাৎ ঢুকে আসা বল ব্যাট ও প্যাডের ফাঁক গলে উইকেটকিপার সাই হোপের গ্লাভসে জমা হয়। প্রাথমিকভাবে আম্পায়ার নট আউট দিয়েছিলেন। তবে রিভিউয়ের সাহায্য নেয় ক্যারিবিয়ানরা। রিভিউয়ের সময়ে আল্ট্রা এজে স্পষ্ট বোঝা যায়নি বল ব্যাট নাকি প্যাড স্পর্শ করেছে। বারবার বিভিন্ন অ্যাঙ্গল থেকে বোঝা সম্ভব হয়নি। তবে এর পরেই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার। এরপরেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠে যায় বেনিফিট অফ ডাউট থাকলে রোহিতের পক্ষেই কেন গেল না আম্পায়ারের সিদ্ধান্ত।
What? All of India at the moment after another very biased decision by #icc umpire #Shame#RohitSharma #INDvWI #CWC19 #TeamIndia #umpire pic.twitter.com/742KslfIJ5
— swaps ???????????????????? (@swaptography) June 27, 2019
#IndvsWI#RohitSharma given out by third umpire after using new technology pic.twitter.com/ppJ4Md0mH7
— NaughtyBoy (@Godiswatching19) June 27, 2019
Still better then that third umpire @icc @ImRo45 #RohitSharma #notoutrohit #IndvsWI pic.twitter.com/rN47dnMLIi
— Rohitian Kiccha (@Hitmankiccha45) June 27, 2019
That’s not out. @ImRo45 #INDvsWI #baddecision
— arjun rampal (@rampalarjun) June 27, 2019
যাইহোক, মাঠে যখন রোহিতের আউট নিয়ে তুমুল বিভ্রান্তি, তখনই ক্যামেরায় ধরা হয়েছিল স্ত্রী রীতিকাকে। তিনি আউটের পরেই বেশ চমকে যান। বিস্মিত হয়ে বলতে থাকেন 'হোয়্যাট'! সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।