খেলতেন দক্ষিণ আফ্রিকার হয়ে। তবে দক্ষিণ আফ্রিকার খেলার পাট চুকিয়ে দিয়ে ডেভিড ওয়াইজ এবার টি২০ বিশ্বকাপে খেলবেন নামিবিয়া দলের হয়ে। মা দক্ষিণ আফ্রিকান হলেও বাবার জন্ম নামিবিয়ায়। সেই পিতৃপরিচয়ের সুবাদেই এবার ওয়াইজকে খেলতে দেখা যাবে অন্য দেশের হয়ে।
এই নিয়ে দ্বিতীয়বার টি২০ বিশ্বকাপে খেলবেন তিনি। পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে কুড়ি কুড়ির বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। এবার নিয়ে দ্বিতীয়বার।
আরও পড়ুন: ইংল্যান্ডকে ডুবিয়ে দিল ভারত! বিস্ফোরণ ঘটিয়ে সৌরভ-কোহলিদের তুলোধোনা ভনের
আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়াইজ শেষ খেলেছেন ২০১৬-য়। তারপরে কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতে চলে যান। কল্পাক চুক্তিতে সই করে। সেই সই করায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে প্রাক্তন হয়ে যান। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়াইজ ২০ টি ম্যাচ খেলেছেন। শিকার সংখ্যা ২৪টি। সেরা পারফরম্যান্স ২৩ রানের বিনিময়ে ৫ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার জার্সিতে অবসরের পরে বিশ্বজুড়ে টি২০ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে বেড়ান তিনি। ২০১৫-১৬ মরশুমে আরসিবির জার্সিতেও আইপিএলে অংশ নিয়েছিলেন প্রাক্তন প্রোটিয়াজ তারকা।
আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিলে কোটি কোটি টাকার ক্ষতি ইংল্যান্ডের! চরম ক্ষিপ্ত ইসিবি
নামিবিয়া দলের হেড কোচ দক্ষিণ আফ্রিকান, পিয়ের ডি ব্রুইন। ক্রিকেট ম্যানেজমেন্টের অংশ প্রোটিয়াজ তারকা এলবি মর্কেল। তাঁরাই ওয়াইজকে নামিবিয়ার খেলার প্রস্তাব দেন। যাইহোক, ২০১৯-এ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে খেলার পরে নামিবিয়া তারকা ওপেনার জেরার্ড ইরাসমাস এবং স্পিনার জিভাগো গ্রোয়েনওয়াল্ড অবসর নিয়ে ফেলেছেন। এই দুই তারকাকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে আফ্রিকার এই দেশ।
আরও পড়ুন: এক ওভারে ছয় ছক্কা! ভারতীয় তারকার ব্যাটে আগুন বাইশ গজে, দেখুন ভিডিও
এই প্ৰথমবার নামিবিয়াকে টি২০ বিশ্বকাপে দেখা যাবে। ২০১৯-এর অক্টোবরে দুবাইয়ে ওমানকে ওয়ার্ল্ড কাপের যোগ্যতানির্ণায়ক পর্বে নামিবিয়া হারিয়েছিল। সেই সূত্রেই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া। অক্টোবরের ১৮ তারিখে নামিবিয়ার টুর্নামেন্টে প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। তারপরে গ্রুপ-এ'র ফার্স্ট রাউন্ডে নামিবিয়া খেলবে যথাক্রমে নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ডসের বিরুদ্ধে। প্রতি গ্রুপের সেরা দুই দল ১২ দলের মূল পর্বে পৌঁছবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন