Advertisment

India vs Bangladesh Highlights: শেষ মুহূর্তের গোলে ড্র করল ভারত

শেষ পর্যন্ত রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গানের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের না-থাকাটাই ভারতের প্রধান বাধা হয়ে দাঁড়াল। যদিও প্রত্যাশামতই লড়াই হলো হাড্ডাহাড্ডি।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs Bangladesh Live Score, Fifa World Cup 2022 Qualifiers Highlights

India vs Bangladesh Live Score, Fifa World Cup 2022 Qualifiers Highlights

India vs Bangladesh, Fifa World Cup 2022 Qualifiers Highlights: এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের ভিত্তিতে আজকের খেলা সম্পর্কে আত্মবিশ্বাসী ছিল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম জয়ের জন্য যুবভারতীতে ঝাঁপিয়ে পড়ে সুনীল ছেত্রীর দল। সল্টলেক স্টেডিয়ামে গ্রুপ 'ই' র দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ।

Advertisment

ইগর স্টিম্যাচের দলের পক্ষে তিন পয়েন্ট তুলে নেওয়ার আদর্শ মঞ্চ ছিল আজ। বিশ্বকাপের মূল পর্বে খেলার আশা জিইয়ে রাখার জন্য এই ম্যাচ ছিল ভারতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শেষ পর্যন্ত রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গানের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের না-থাকাটাই ভারতের প্রধান বাধা হয়ে দাঁড়াল। যদিও প্রত্যাশামতই লড়াই হলো হাড্ডাহাড্ডি, ভারতের তিন পয়েন্ট পাওয়ার মরিয়া চেষ্টা ফলপ্রসূ না হওয়ায় কিঞ্চিৎ হতাশ হয়েই ফিরলেন সমর্থকরা।

Live Blog



























21:33 (IST)15 Oct 19










































রুদ্ধশ্বাস ম্য়াচের পরিণতি ড্র

যুবভারতীতে ১-১ ড্র করল ভারত-বাংলাদেশ

21:23 (IST)15 Oct 19










































গোলললললললললল...

৮২ মিনিটে সমতায় ফিরল ভারত। কর্নার কিক থেকে অসাধারণ গোল করে স্কোরলাইন ১-১ করলেন আদিল খান

20:55 (IST)15 Oct 19










































মন্দাররাও দেশাই উঠে গেলেন

আক্রমণে ঝাঁঝ বাড়াতে মন্দাররাও দেশাইকে তুলে ব্র্যান্ডন ফার্নান্ডেজকে নিয়ে এলেন স্টিম্য়াচ। এখনও গোলের দেখা পেল না ভারত। এখন দেখার ব্র্যান্ডন ভারতকে সমতায় ফেরাতে পারে কি না! দেখতে দেখতে ৬০ মিনিট অতিক্রান্ত হয়ে গেল ম্য়াচের।

20:43 (IST)15 Oct 19










































দ্বিতীয়ার্ধের খেলা শুরু

ঘরের মাঠে এক গোলে পিছিয়ে পড়েছে সুনীল অ্যান্ড কোং। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতেই হবে ভারতকে। গোলের রাস্তাই খুঁজছে স্টিম্য়াচের শিষ্য়রা। শুরু হয়ে গেল বিরতির পর খেলা। বাংলাদেশ নিজেদের ছাপ রাখতে মরিয়া

20:19 (IST)15 Oct 19










































গোলললললললল........

হৃদয়ভঙ্গ যুবভারতীর। সাদ উদ্দিনের গোলে বাংলাদেশ ১-০ এগিয়ে গেল। বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়ার অনবদ্য় বাঁক খাওয়া ফ্রি-কিকে নজর রাখতে পারলেন না ভরসমান ডিফেন্ডার রাহুল ভেকে। গুরপ্রীতও পেলেন না বলের নাগাল। সেখান থেকে সাদ এসে গোল করে ম্য়াচের রঙ বদলে দিলেন।

20:11 (IST)15 Oct 19










































বাংলাদেশকে হারিয়ে চ্য়াম্পিয়ন ভারত

মহিলাদের অনূর্ধ্ব-১৫ সাফ চ্য়াম্পিয়নশিপের ফাইনাল জিতে নিল ভারত। বাংলাদেশকে পেনাল্টিতে হারিয়ে চ্য়াম্পিয়ন হল ভারতের মেয়েরা। নিঃসন্দেহে দুর্দান্ত খবর ভারতীয় ফুটবলে।

19:55 (IST)15 Oct 19










































যুবভারতীতে শব্দব্রহ্ম

দেখুন কীভাবে যুবভারতী ক্রীড়াঙ্গন গলা ফাটাচ্ছে সুনীলদের জন্য়। কলকাতার আবেগ টের পাচ্ছে টিম ইন্ডিয়া।  দেখতে ২০ মিনিট হয়ে গেল খেলার। এখনও কোনও দলই গোলের দেখা পেল না।

19:46 (IST)15 Oct 19










































শুরু থেকেই আক্রমণাত্মক ভারত

ম্যাচের তিন মিনিটেই সুনীলের গোলমুখী শট। রুখে দিলেন বাংলাদেশের গোলরক্ষক। যুবভারতী ফুটছে। ভারতের জন্য় গলা ফাটাচ্ছে সমর্থকরা। ভারতের মরিয়া লড়াই শুরু থেকেই।

" id="lbcontentbody">
19:11 (IST)15 Oct 19










































কতটা শক্তিশালী বাংলাদেশ দল, জেনে নিন খুঁটিনাটি

জেমি ডে-র কোচিংয়ে বাংলাদেশ অতীতের তুলনায় কিছুটা হলেও উন্নতি করেছে। চলতি ক্যালেন্ডার বর্ষে বাংলাদেশ ডে-র কোচিংয়ে ৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে চারটি ম্যাচে জিতলেও ড্র এবং হারের সংখ্যা যথাক্রমে ১ ও ২। জেনে নিন কেমন এই দলটা। আরও পড়ুনpublive-image

19:08 (IST)15 Oct 19










































এটাই কলকাতা, বুঝিয়ে দিচ্ছে ফ্য়ানেদের উন্মাদনা

আজ আর লাল-হলুদ, সবুজ-মেরুন বা সাদা-কালো নয়। আজ যুবভারতীর রঙ নীল। ফ্য়ানেরা স্টেডিয়ামের বাইরে মশাল জ্বালিয়ে আলোর রোশনাইতে মেতেছে। ফুটবল পাগল শহরের চেনা উন্মাদনা সুনীলদের জন্য়।

19:04 (IST)15 Oct 19










































দেখে নিন ম্য়াচের প্রথম একাদশ

বাংলাদেশের বিরুদ্ধে খেলছেন: গুরপ্রীত সিং সান্ধু, রাহুল ভেকে, আদিল খান, অনিরুদ্ধ থাপা, আবদুল সাহাল, সুনীল ছেত্রী (অধিনায়ক), মনবীর সিং, উদান্ত সিং, মন্দার রাও দেশাই, আশিক কুরুনিয়ান ও অ্যানাস এডাথোডিকা।

18:50 (IST)15 Oct 19










































ব্য়ানারের জন্য় ঢুকতে দেওয়া হল না মাঠে

ম্য়াচের আবহাওয়া ছবি ও ভিডিও-তে তুলে ধরছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের ক্রীড়া সাংবাদিক রাহুল সাধু। ব্য়ানারের জন্য় ঢুকতে দেওয়া হল না এক দল ফ্য়ানেদের। দ্য় ব্ল্যু পিলগ্রিমস নামে যারা পরিচিত

18:39 (IST)15 Oct 19










































শেষ মুহূর্তের টিম মিটিং

টিম ইন্ডিয়ার সদস্য়রা মাঠে নেমে সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের টিম মিটিং। ম্য়াচ শুরু হতে আরও এক ঘণ্টা বাকি রয়েছে। চলছে শেষ মুহূর্তের আলোচনা। ফেডারেশনের টুইটার হ্য়ান্ডেল থেকে পোস্ট করা হল টাটকা ছবি। দেখে নিন আপনারাও।

18:32 (IST)15 Oct 19










































মহিলাদের অনূর্ধ্ব-১৫ সাফ চ্য়াম্পিয়নশিপের ফাইনাল

মহিলাদের অনূর্ধ্ব-১৫ সাফ চ্য়াম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে  ভারত-বাংলাদেশ। প্রথমার্ধের শেষে খেলার ফল গোলশূন্য়।  জানিয়ে দিল ফেডারেশনের টুইটার হ্য়ান্ডেল। এই ম্য়াচেও রয়েছে অনেকেরই চোখ।

18:01 (IST)15 Oct 19










































দেখুন: সন্দেশ ঝিঙ্গান কী বলছে!

গত ম্য়াচে অসাধারণ পারফরম্য়ান্স দিয়েছিলেন সন্ধেশ ঝিঙ্গান। কিন্তু চোটের জন্য় যুবভারতীতে নামা হচ্ছে না তাঁর। দেখুন ভারতীয় ফুটবল ফ্য়ানেদের কী বার্তা দিলেন দলের এই স্টার ডিফেন্ডার।

" id="lbcontentbody">
17:58 (IST)15 Oct 19










































কী নিয়মে কাজ করে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের প্রক্রিয়া?

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়া কাপের যৌথ কোয়ালিফাইং ম্যাচ খেলা হবে দুই পড়শি রাষ্ট্র ভারত এবং বাংলাদেশের মধ্যে। এই যাত্রায় এটি ভারতের তৃতীয় ম্যাচ – মধ্যপ্রাচ্যের হেভিওয়েট দল ওমানের কাছে ৫ সেপ্টেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে ১-২ এর ব্যবধানে হেরে যায় সুনীল ছেত্রীর দল। এর পর ১১ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় কাতারেরই বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ভারত। আরও পড়ুন

publive-image

17:51 (IST)15 Oct 19










































ঝড়ের আগে শান্ত যুবভারতী

এটা প্রত্যাশিত যে, আজ যুবভারতী ক্রীড়াঙ্গন হাউসফুল থাকবে। যে কলকাতা ইস্টবেঙ্গল-মোহনাবাগান ও মহামেডানে বিভক্ত, সেই কলকাতাই আজ ক্লাব ভুলে দেশের হয়ে গলা ফাটাবে। ফেডারেশন বলছে, ঝড়ের আগে শান্ত যুবভারতী

যুবভারতীতে আজ মহারণ। ২০২২ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ভারত-বাংলাদেশ একে অন্যের বিপক্ষে নামছে। শেষ ম্যাচে ভারত কাতারের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। আজ বাছাই পর্বের প্রথম জয়ের জন্য ঝাঁপাবে সুনীল ছেত্রী অ্যান্ড কোং।
Football AIFF Bangladesh India
Advertisment