IND vs ENG, 5th Test Match at Dharamshala: তৃতীয় দিন ধর্মশালার হিমাচল ক্রিকেট স্টেডিয়ামে জনি বেয়ারস্টোর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন শুভমান গিল। প্রসঙ্গ ছিল গিলের করা একদিন আগেই জেমস আন্ডারসনকে স্লেজিং। এবার গিল মুখ খুলে জানালেন, আন্ডারসনকে কী বলেছিলেন?
একশো টেস্ট খেলতে নামা জনি বেয়ারস্টো প্ৰথম স্লিপে দাঁড়ানো শুভমান গিলকে জিজ্ঞাসা করেন, "তুমি জিমিকে কী বলেছিলে? ও অবসর নিচ্ছে কিনা! তার পরের বলেই জিমি তোমাকে আউট করে!"
গিল পাল্টা গা জ্বালিয়ে বলে দেন, "সে তো আমি সেঞ্চুরি করার পরে আউট করল! তুমি এই সিরিজে কেমন খেললে?" বেয়ারস্টোর এর পরে জবাব, "কতজন ফুলস্টপ করেছে।" শর্ট লেগে সেই সময় ঘুরে বেড়াচ্ছিলেন সরফরাজ খান। দুজনের বাদানুবাদে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন সরফরাজ। বলতে থাকেন, "শান্ত হয়ে যাও জনি ভাই। জনি ভাই প্লিজ শান্ত হও।"
সরফরাজ এরপরে শুভমানকে থামানোর দায়িত্ব দেন উইকেটকিপার ধ্রুব জুরেলকে। বলতে থাকেন, "ওঁকে শান্ত হতে বল। কিছু রান তো বানিয়েছে। তারপরেই এত উড়ছে।"
দ্বিতীয় দিনের শেষে শুভমান প্রতিপক্ষের কিংবদন্তি জেমস আন্ডারসনকে কী বলেছিলেন, তা জানাতে অস্বীকার করেন। সম্প্রচারকারী চ্যানেলে গিল বলে দেন, "আমাদের মধ্যে কী কথা হয়েছিল, সেটা আমাদের মধ্যেই থাকুক।"
ঘটনা হল, এই বাকবিতন্ডার ঠিক পরেই বেয়ারস্টো কুলদীপের বলে আউট হয়ে যান। তিনটে বাউন্ডারি, তিনটে ওভার বাউন্ডারি হাঁকানো ছোট্ট বিনোদন দেওয়া বেয়ারস্টোর ইনিংস খতম হয়ে যায় সেই সঙ্গে।
মাইলস্টোন
৩৪ বছরের বেয়ারস্টো শততম টেস্ট খেলতে নেমেছিলেন ধর্মশালায়। দুই ইনিংসে তিনি করলেন ২৯ এবং ৩৬। ১৭তম ইংল্যান্ড তারকা হিসেবে ৬০০০ টেস্ট রান-ও সম্পন্ন করে ফেলেন তিনি।
এদিকে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে জেমস আন্ডারসন তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০ উইকেটের ক্লাবে প্রবেশ করেন। কুলদীপ যাদবকে আউট করার সঙ্গেসঙ্গেই বিরল কীর্তির মালিক হয়ে যান তিনি। বর্ষীয়ান এই ইংল্যান্ড তারকা এই রেকর্ড গড়লেন ১৮৭তম টেস্টে। প্ৰথম ফাস্ট বোলার হিসাবে এই কীর্তির মালিক তিনি। তাঁর আগে থাকা দুজন শ্যেন ওয়ার্ন (৮০০ উইকেট, ১৩৩ টেস্ট) এবং মুরলিধরন (১৪৫ টেস্টে ৭০৮ উইকেট) দুজনেই স্পিনার।