নতুন বছরে প্রথম খেলতে নামছে টিম ইন্ডিয়া। গুয়াহাটিতে প্রথম টি২০তে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তার আগেই সমস্যা উপস্থিত। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার সময় ভারতকে মোকাবিলা করতে হবে আবহাওয়ারই। কারণ খেলা চলাকালীন বৃষ্টিপাতের সম্ভবনা যথেষ্ট বেশি। স্থানীয় আবহাওয়া সূত্রে বলা হয়েছে, বিকেল অথবা সন্ধেয় খেলা চলাকালীন ভারি থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।
Advertisment
পাশাপাশি, অ্যাকুওয়েদারের রিপোর্টে জানানো হয়েছে, বৃষ্টির সঙ্গে ঝড়ও হতে পারে। তীব্র বেগে ঝড় অবশ্যই নয়, তবে হাওয়া জোরে বইবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে খেলার ব্যাঘাত ঘটার সম্ভবনা যথেষ্ট। রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। সারাদিন রোদের দেখা মিলছে না। হালকা ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে। ক্রিকেট সমর্থকদের আশা দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি ঘটবে। যদিও তার সম্ভবনা কম।
এমনিতেই গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করতে মুখিয়ে রয়েছে আসাম ক্রিকেট সংস্থা। আইপিএল আয়োজন করতে চলেছে এসিএ। রাজস্থান রয়্য়ালস ইতিমধ্যেই সরকারিভাবে জানিয়েও দিয়েছে, আসন্ন আইপিএলে গুয়াহাটিতে দুটো হোম ম্যাচ খেলবে তারা। তার আগে আন্তর্জাতিক এই ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজন করাই লক্ষ্য আসাম ক্রিকেট সংস্থার।
আসাম ক্রিকেট সংস্থার সচিব দেবজিৎ সাইকিয়া সাংবাদিকদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, "এসিএ আন্তরিকভাবে আইপিএল ম্যাচ আয়োজনে পক্ষপাতী। বোর্ডের কাছে ইতিমধ্যেই আমরা নিজেদের ইচ্ছার কথা জানিয়েছি। যদি এই ম্যাচ ঠিকঠাক আয়োজন করা সম্ভব হয়, তাহলে আইপিএলের জন্য আরও ভালভাবে ঝাঁপাব আমরা।" তবে আবহাওয়ার কারণে আসাম ক্রিকেটের কর্তাদের সমস্ত প্রচেষ্টাই না বিফলে যায়।