/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/kkr-1.jpg)
আইপিএলে যথেষ্ট শক্তিশালী স্কোয়াড রয়েছে কেকেআরের। মিনি নিলামে ব্যাক আপ ক্রিকেটার তোলার জন্য কোচিতে এসেছিল নাইট রাইডার্স শিবির। নিলামের আগেই ট্রেডিংয়ে লকি ফার্গুসন এবং শার্দূল ঠাকুরকে নিয়ে ফেলে কেকেআর।
নিলামে কেকেআর এসেছিল পকেটে মাত্র ৭.০৫ কোটি টাকা নিয়ে। দিনের শুরুতেই কেকেআর ৯০ লক্ষ খরচ করে তুলে নেয় নায়ারণ জগদিশনকে। এরপরে ৬০ লক্ষ টাকায় কেকেআর কেনে বৈভব অরোরাকে।
আরও পড়ুন: ধোনির CSK খরচ করল ১৬.২৫ কোটি! বিশ্বচ্যাম্পিয়ন অলরাউন্ডার এবার পাঁচবারের IPL জয়ী দলে
২০২৩ আইপিএল মিনি নিলাম থেকে কাদের নিল কেকেআর: জগদীশন, বৈভব অরোরা
রিটেনড প্লেয়ার: আন্দ্রে রাসেল, অনুকূল রায়, হর্ষিত রানা, নীতিশ রানা, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার
ট্রেডিং: লকি ফার্গুসন, রহমানউল্লা গুরবাজ এবং শার্দূল ঠাকুর
রিলিজড প্লেয়ার: ফিঞ্চ, অভিজিৎ তোমার, অজিঙ্কা রাহানে, আলেক্স হেলস, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, চামিকা করুনরত্নে, মহম্মদ নবি, প্যাট কামিন্স, প্ৰথম সিং, রমেশ কুমার, রসিক দার, স্যাম বিলিংস, শেলডন জ্যাকসন, শিবম মাভি, অভিজিৎ তোমার