Advertisment

IPL 2019 CSK vs RCB Live Score: দুমড়ে মুচড়ে হার বেঙ্গালুরুর

Royal Challengers Bangalore vs Chennai Super Kings Live Score Updates: রয়্যাল চ্যালেঞ্জার্স হারল, তাতে বলার কিছু নেই। কিন্তু চূড়ান্ত একপেশে টক্কর এবং বিরাটের হতাশাজনক অধিনায়কত্ব নিয়ে অনেক কিছুই বলার থেকে যাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
IPL 2019 CSK vs RCB Live Score, RCB vs CSK Live Cricket Score

আইপিএল-এ ৫,০০০ রান পূর্ণ রায়নার

IPL 2019, RCB vs CSK Live Cricket Score: আজ আইপিএল-এর দ্বাদশ সংস্করণের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের চিপকে মুখোমুখি হলো মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কাগজে কলমে চেন্নাই বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স, কিন্তু বাস্তবে মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলি।

Advertisment

তা উত্তেজনাই সার হলো। শেষমেশ যা দাঁড়াল, তাতে এই ম্যাচ কোনোভাবেই আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারল না। রয়্যাল চ্যালেঞ্জার্স হারল, তাতে বলার কিছু নেই। কিন্তু চূড়ান্ত একপেশে টক্কর এবং বিরাটের হতাশাজনক অধিনায়কত্ব নিয়ে অনেক কিছুই বলার থেকে যাচ্ছে। পিচের চরিত্র না বোঝা থেকে শুরু করে বিস্ময়কর বোলিং চেঞ্জ, সব মিলিয়ে এই নেতিবাচক, নার্ভাস বিরাট কোহলি আমাদের অচেনা।

11.05 pm: যাক, শেষ। বেঙ্গালুরুকে গুঁড়িয়ে দিয়ে আইপিএল অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই। জয় এল আঠারো নম্বর ওভারে। খেল খতম!

10.56 pm: ষোলো ওভার শেষ, টুর্নামেন্টের প্রথম জয় থেকে ধোনির টিম আর তিন রান দূরে। পরের ওভারে খেলা শেষ হয়ে যাওয়া উচিত। যথেষ্ট বিরক্তি ইতিমধ্যেই উৎপন্ন হয়েছে এই চূড়ান্ত একপেশে ম্যাচ ঘিরে।

10.52 pm: আর বাকি আট, ১৫ ওভারে ৬৩-২। হতাশার জ্যামিতি স্পষ্ট বিরাটের শরীরী ভাষায়। খেলায় হারজিত আছেই, কিন্তু এভাবে দুমড়ে মুচড়ে হার? মানা কঠিন।

10.47 pm: আউট! সিরাজের বলে রায়াডু বোল্ড! কিন্তু বড্ড দেরি হয়ে গেছে, ৭১ রানের পুঁজি নিয়ে জেতা যায় না। একশো কুড়ি পঁচিশ হলেও জমে যেত ম্যাচ।

10.45 pm: নিয়মরক্ষার একঘেয়ে খেলা চলছে, সবাই জেনে গেছে পরিণাম। গ্যালারি খালি হচ্ছে আস্তে আস্তে। চোদ্দ ওভারে ৫৮-২। রইল বাকি ১৩।

10.40 pm: অবশেষে চাহালকে আনলেন কোহলি, কিন্তু রায়াডু সেট হয়ে গেছেন, খেলে দিলেন ঠান্ডা মাথায়। ১৩ ওভারে ৫২-২।

10.35 pm: আশ্চর্য, চাহালকে এনে একটা শেষ চেষ্টাও করলেন না কোহলি! একটা ওভার বাকি ছিল চাহালের, সেটা আর কখন করাবেন? ব্যাখ্যা নেই এই সিদ্ধান্তের, নেতিবাচক ক্যাপ্টেন্সি। ১২ ওভারের শেষে ৫১-২। হয়ে এল প্রায়।


10.30 pm: বলার মতো, লেখার মতো কিছু ঘটছে না। ম্যাচের মৃত্যু ঘটেছে। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়াই যা বাকি। এগারো ওভারের শেষে ৪৭-২। কাজ থাকলে টিভি বন্ধ করে দিতে পারেন স্বচ্ছন্দে।

10.27 pm: দশ ওভার শেষ, শেষ মইনের স্পেলও। স্কোর ৪২-২, আর বাকি ২৯। নিতান্তই একপেশে ভাবে শুরু হল দ্বাদশ আইপিএল।

10.25 pm: মইনের বলে স্লাইস করে চার রায়নার, এবং পরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে ক্যাচ। ৪০-২, কিন্তু আনন্দের কোনও কারণ নেই বেঙ্গালুরুর।

10.20 pm: রায়নার আইপিএল কেরিয়ারে ৫,০০০ রান পূর্ণ হল। এই কৃতিত্ব অর্জনকারী তিনিই প্রথম ব্যাটসম্যান। নয় ওভারে ৩৬-১, অনায়াস জয়ের পথে চেন্নাই সুপার কিংস।

10.15 pm: মইনের বলে স্টেপ আউট করে চার রায়নার। পরের বলে আবার চার। চিরদিনই স্পিনটা দুর্দান্ত খেলেন রায়না। আজও খেলছেন। ম্যাচ ছোট হয়ে আসছে। আট ওভারে ৩৩-১।

IPL 2019 CSK vs RCB Live Score, RCB vs CSK Live Cricket Score এই দৃশ্য আজ খুব বেশি দেখা যাবে না বলেই মনে হচ্ছে

10.10 pm: সাইনির নো বলের সৌজন্যে ফ্রি হিট, এবং রায়াডু বোলারের মাথার উপর দিয়ে তুলে বাউন্ডারি হাঁকালেন। সাত ওভারের শেষে ২৩-১। জিততে চেন্নাইয়ের দরকার আর ৪৮।

10.05 pm: পাওয়ার প্লে শেষ, ছয় ওভারে ১৬-১। রানরেট নিয়ে এখন না ভাবলেও চলবে, বুঝছেন রায়না-রায়াডু। দরকার শুধু স্পিনারদের ওভারগুলো সাবধানে খেলে দেওয়া।

10.02 pm: পাঁচ ওভারের শেষে ১৪-১। রানটা জরুরি নয়, জরুরি এই, চাহালের তিন ওভার শেষ, বাকি আর একটা। মইন শুরু করছেন নিজের দ্বিতীয় ওভার। স্পিনিং অপশন বলতে কোহলির হাতে মইন-চাহাল। তৃতীয় জেনুইন স্পিনারের অভাবে ভুগতে হবে কোহলিকে।

9.58 pm: চার নম্বর ওভার শেষ, ১১-১। মইনের বলে ক্যাচ পড়ল রায়াডুর। ফেললেন উমেশ। 'একা রামে রক্ষে নেই' ইত্যাদি...

IPL 2019 CSK vs RCB Live Score, RCB vs CSK Live Cricket Score হাসির যথেষ্ট কারণ রয়েছে

9.55 pm: তিন ওভার শেষ, ১০-১। ক্রিজে রায়াডু-রায়না। প্রচুর অভিজ্ঞতা দুজনের। অহেতুক ঝুঁকির রাস্তায় না গেলে বাকি ৬১ উঠে যাওয়া উচিত অনায়াসে। দ্রুত রান তোলার চাপ তো আর নেই আজ।

9.52 pm: আউট! ওয়াটসন বোল্ড চাহালের বলে চালাতে গিয়ে। স্পিনিং ট্র্যাকে দায়িত্বজ্ঞানহীন 'across the line' শট।

9.47 pm: এই পিচে বেঙ্গালুরু যদি ১২৫-৩০ রান তুলতে পারত, ম্যাচ জমত। ব্যাটিং সোজা নয় এখানে। 'হিরোগিরি' দেখাতে গেলেই পতন অবধারিত। দ্বিতীয় ওভারের শেষ বলে রায়াডুর ছক্কা, বোর্ডে সাত। জিততে বাকি আর ৬৪।

9.45 pm: দ্বিতীয় ইনিংস শুরু। এই ঘূর্ণি ট্র্যাকে যে কেউ স্পিনার দিয়ে শুরু করবে। কোহলি শুরু করলেন চাহালকে দিয়ে। প্রথম ওভার মেডেন।

9.22 pm: আউট! ব্র্যাভোর বলে পুল করতে গিয়ে পার্থিব আউট! বেঙ্গালুরুর নটেগাছ মুড়িয়ে গেল ৭০ রানে। অবিশ্বাস্য!

9.20 pm: জাদেজার বলে উমেশ যাদব বোল্ড! নটা গেল। হারাধনের দশটি ছেলের রইল বাকি এক! চার ওভারের স্পেলে জাদেজা ১৫-২, স্কোর ৭০-৯। ওভার বাকি তিন।

IPL 2019 CSK vs RCB Live Score, RCB vs CSK Live Cricket Score দুর্দান্ত স্পেল করলেন ইমরান তাহির

9.17 pm: ইমরান তাহির শেষ করলেন দুর্দান্ত স্পেল, চার ওভারে তিন উইকেট, খরচ করেছেন নয় রান। ১৬ ওভার শেষ, ৬৯-৮।

9.12 pm: ভাজ্জি-তাহির-জাদেজা, স্পিন ত্রয়ীই আজ শেষ করে দিলেন কোহলির টিমকে। বল যে এক হাত করে ঘুরবে আজকের পিচে, এ বোধহয় ক্রিকেট দেবতারও হিসেবের বাইরে ছিল। ১৫ ওভারে ৬৬-৮।

9.10 pm: উইকেট নম্বর আট! চাহাল আউট তাহিরকে মারতে গিয়ে, ক্যাচ নিলেন ভাজ্জি। স্কোর ৫৯-৮। ঠিকই পড়লেন, ৫৯ -৮! কুড়ি ওভার পর্যন্ত বেঙ্গালুরু টিকবে, এমন বাজি ধরবেন না। ধরলে হারার সম্ভাবনা ৯৯ শতাংশ।

9.05 pm: পিচে বল লাফাচ্ছে, ঘুরছে, থমকাচ্ছে পড়ে। সবই ঠিক, কিন্তু তা বলে একশো ছুঁতে হিমশিম খেতে হবে, এমন বধ্যভূমিও নয়। খুব খারাপ ব্যাটিং করেছেন কোহলিরা, শট সিলেকশনও জঘন্য।

IPL 2019 CSK vs RCB Live Score, RCB vs CSK Live Cricket Score স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী চেন্নাই

8.59 pm: লোকে এই ফরম্যাটে ধুন্ধুমার চার-ছয় দেখতে আসে। আজ কোথায় কী! বিশ্রীভাবে আইপিএল শুরু করল বিরাটের টিম। কী অসহায় আত্মসমর্পণ! বারো ওভারে ৫৩-৭।

8.56 pm: ১১ ওভারে ৫৩-৬, এত একপেশে ম্যাচ হবে, অকল্পনীয় ছিল। বলতে বলতেই সাইনি আউট তাহিরের বলে স্লিপে খোঁচা দিয়ে। তাও স্কোর জেনে রাখুন, ৫৩-৭।

8.52 pm: আউট! মিছিল শুরু হয়েছে... শুধু যাওয়া আর আসা। জাদেজার স্পিনে খোঁচা গ্র্যান্ডিহোমের, ধোনি ধরলেন দুরন্ত ক্ষিপ্রতায়। ছয় উইকেট চলে গেল, রইল বাকি চার!

8.50 pm: আউট! দুবে এলেন, দেখলেন এবং তাহিরের গুগলিতে কুলকিনারা না পেয়ে ফিরে গেলেন। দশ ওভারে ৪৯-৫। প্যাভিলিয়নে ফেরার কীসের এত তাড়া?

8.45 pm: স্ট্র্যাটেজিক টাইম আউট, নয় ওভার শেষ, কোহলিরা এখনও পঞ্চাশ পেরোননি, ৪৫-৪। কেমন যেন 'চোক' করে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স। ১২৫ রানও অনেক দূরের স্টেশন মনে হচ্ছে এখন।

8.42 pm: রান আউট! নতুন ব্যাটসম্যান হেটমায়ার হাস্যকর ভাবে রান আউট ! হচ্ছেটা কি বেঙ্গালুরুর? আট ওভার শেষ, স্কোর ৩৯-৪। সোনার স্পেল শেষ করলেন হরভজন, চার ওভারে তিন উইকেট! পুরনো চাল তো, ভাতে বাড়লেন আজ!

8.36 pm: সাত ওভার শেষ, রান ৩৬, মোটে ৩৬। ঝুঁকি নিতেই হবে এবিডি এবং পার্থিব, দুজনকেই। বলতে বলতেই ভাজ্জির বল স্কোয়ার লেগে তুললেন এবিডি, ফেললেন তাহির। পরের বলে ফের ওড়াতে গেলেন এবি এবং এবার আউট! জাদেজার ক্যাচ মিস হয় না, হলও না। ভাজ্জির তিন নম্বর শিকার। বিপর্যয়ের অশনিসংকেত বেঙ্গালুরু শিবিরে।

8.32 pm: পিচ দৃষ্টিকটু রকম স্লো, বল ব্যাটে আসছে ঢিকিরঢিকির। এই বাইশ গজে ইচ্ছেমতো স্ট্রোক প্লে মুশকিল, বোঝা যাচ্ছে দিব্যি। বল পড়ে থমকাচ্ছে, এলোপাথাড়ি মারতে গেলে টাইমিংয়ের গোলমাল হবেই এই ট্র্যাকে।

8.30 pm: পাওয়ার প্লে শেষ, বোর্ডে ৩৩-২। কোন রানই নয় টি-২০ ফরম্যাটে। ক্রিজে পার্থিবের সঙ্গে এক এবং অদ্বিতীয় ডিভিলিয়ার্স। আজ এবিডি ম্যাজিক দরকার বেঙ্গালুরুর।

IPL 2019 CSK vs RCB Live Score, RCB vs CSK Live Cricket Score হলুদের সমুদ্র

8.26 pm: আউট! মইন আলি আউট! ভাজ্জির উইকেট নম্বর দুই! বাড়তি বাউন্সে ঠকলেন মইন, লোপ্পা ক্যাচ বোলারের হাতেই। পাওয়ার প্লে-র মধ্যেই দুটো উইকেট চলে গেল, চালকের আসনে চেন্নাই।

8.25 pm: ক্যাপ্টেন ঠিক যা চান তাঁর ওপেনিং বোলারের থেকে, নিজের প্রথম তিন ওভারে ঠিক সেটাই নিখুঁত করে যাচ্ছেন চাহার। দিয়েছেন তিন ওভারে চোদ্দ রান, কুড়ি ওভারের ক্রিকেটে যা এক কথায় দুর্দান্ত। পাঁচ ওভারের শেষে ২৮-১।

8.21 pm: ক্রিজে এখন দুই বাঁ হাতি, মইন আলি এবং পার্থিব। হরভজনের ওভারের শেষ বলে মইন বল উড়িয়ে দিলেন গ্যালারিতে। ছক্কা! চার ওভার, ২২-১।

8.20 pm: আউট! কোহলি আউট! হরভজনের বলে শর্ট আর্ম পুল মারতে গিয়ে লং অনে সোজা জাদেজার বিশ্বস্ত হাতে। রান আটকে যাচ্ছিল, ঝুঁকি নিতেই হত কোহলিকে। নিলেন এবং মাশুল দিলেন।

8.15 pm: লাইন-লেংথ বজায় রেখে স্টাম্প টু স্টাম্প বল করছেন চাহার, এখনও পর্যন্ত খোলস ছাড়তে দেননি কোহলি বা পার্থিবকে। এই ওভারে প্রথম চারটে বল ডট, তা-ও কোহলিকে। পঞ্চম বলে ছন্দপতন, হাত ফস্কে নো বল। ফ্রি হিটের সুবিধে নিতে পারলেন না বিরাট। তিন ওভারে ১৫, মাত্র ১৫।

8.10 pm: দ্বিতীয় ওভারে হরভজনকে এনেছিলেন ধোনি, ছিমছাম বোলিংয়ে খরচ মাত্র সাত রান। দুই ওভারে কোহলিরা ১২। পাওয়ার প্লে-র নিরিখে খুবই সাদামাটা শুরু।

8.05 pm: ইনিংসের প্রথম চার, এবং সেটা এল পার্থিবের ড্রাইভে শার্দুল ঠাকুরের মিসফিল্ড থেকে। শুরুর ওভারটা চমৎকার করলেন দীপক চাহার, এক ওভারে পাঁচ।

IPL 2019 CSK vs RCB Live Score, RCB vs CSK Live Cricket Score মাঝমাঠে দুই অধিনায়ক

8.00 pm: মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে মাঠে চেন্নাই সুপার কিংস, বেঙ্গালুরুর হয়ে পার্থিব প্যাটেলের সঙ্গে ওপেন করছেন... কে আবার? কিং কোহলি!

7.55 pm: ম্যাচ শুরু হল বলে, চাকা গড়াতে চলেছে দ্বাদশ আইপিএল-এর। প্রথম ম্যাচেই ধোনি বনাম বিরাট, এর বেশি আর কী চাইতে পারতেন ক্রিকেটপিপাসুরা?

7.54 pm: হলুদ জার্সির বন্যা গ্যালারিতে, ঘরের টিমকে সমর্থন করতে ঢল নেমেছে চেন্নাই সুপার কিংসের সমর্থকদের। এক ঝলক দেখলে মনে হবে, সর্ষে ক্ষেত বুঝি। স্টেডিয়ামে উঠছে সিএসকে-র পরিচিত স্লোগান, "হুইসল পোড়ু"!

7.52 pm: চেন্নাইয়ের প্রথম এগারোয় চার নয়, তিন বিদেশি আজ। ওয়াটসন, ব্র্যাভো, ইমরান তাহির। বিরাট অবশ্য চার বিদেশিকে রেখেছেন প্রথম এগারোয়। মইন আলি, ডিভিলিয়ার্স, গ্র্যান্ডিহোম আর হেটমায়ার। হাইভোল্টেজ ম্যাচের জন্য তৈরি চিপক।

7.30 pm: টস জিতলেন ধোনি, আগে ফিল্ডিং করবে চেন্নাই। কোহলি বললেন, টস জিতলে তিনিও আগে ফিল্ডিংই নিতেন।কারণ? চিপকের শিশির সমস্যা।

7.00 pm: এই প্রথম কোনও উদ্বোধনী অনুষ্ঠান দেখবে না আইপিএল। তার পরিবর্তে টসের আগে মিনিট দশেক দর্শকদের মনোরঞ্জন করবে সেনাবাহিনীর ব্যান্ড, বা বলা ভালো, মাদ্রাস রেজিমেন্ট ব্যান্ড। এর পর একটি সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহায্যার্থে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ২০ কোটি টাকা সেনাবাহিনীর হাতে তুলে দেবে। খেলা শুরু হবে আটটায়, টস হবে সাড়ে সাতটায়। মাদ্রাস রেজিমেন্ট ব্যান্ডের অনুষ্ঠান হবে ৭.২০ থেকে ৭.৩০ পর্যন্ত।

IPL 2019 CSK vs RCB Live Score, RCB vs CSK Live Cricket Score চিপক বা এম এ চিদাম্বরম স্টেডিয়াম, আজকের রণক্ষেত্র

পরিসংখ্যান সংশয়াতীত ভাবে ধোনির টিমের পক্ষে। কালকের ম্যাচে যুযুধান দুই দল এ যাবৎ বাইশবার মুখোমুখি হয়েছে আইপিএল-এ। চেন্নাই জিতেছে চোদ্দবার। চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ ছ’টা ম্যাচে একবারও জয়ের মুখ দেখেন নি কোহলিরা।একদিকে টগবগে কোহলির নেতৃত্বে বেঙ্গালুরুর তারুণ্য, অন্যদিকে ধোনির বরফশীতল অধিনায়কত্বে অভিজ্ঞতার উদযাপন। শেষ হাসি কে হাসতে চলেছেন? কিং কোহলি? নাকি ক্যাপ্টেন কুল?

RCB CSK IPL
Advertisment