/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/kane-williamson.jpeg)
গুজরাট টাইটান্স: ১৬২/৭
সানরাইজার্স হায়দরাবাদ: ১৬৮/২
কয়েক দিন আগেই রাহুল তেওটিয়ার অবিশ্বাস্য জোড়া ছক্কায় পাঞ্জাব বধ করেছিল গুজরাট। তবে এবার হায়দরাবাদের কাছে গুজরাটকে হারতে হল ৮ উইকেটে। টাইটান্সের ১৬২ রানের টার্গেট পাঁচ বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে তুলে দিল হায়দরাবাদ।
ওভার পিছু আট রানের টার্গেট চেজ করতে নেমে হায়দরাবাদ প্ৰথম জুটিতেই ৬৪ তুলে দেন দুই ওপেনার অভিষেক শর্মা (৩২ বলে ৪২) এবং কেন উইলিয়ামসনের (৪৬ বলে ৫৭) ব্যাটে ভর করে। অভিষেক শর্মা আউট হয়ে যাওয়ার পরে ক্যাপ্টেন কেনের সঙ্গে জুটি বেঁধে খেলছিলেন রাহুল ত্রিপাঠি। তবে পায়ে ক্র্যাম্প নিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। শেষ দিকে নিকোলাস পুরান (১৭ বলে ২৮) এবং মারক্রাম (৮ বলে ১২) মিলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
Nicholas Pooran hits the winnings runs as @SunRisers win by 8 wickets against #GujaratTitans
Scorecard - https://t.co/phXicAbLCE#SRHvGT#TATAIPLpic.twitter.com/F5o01VSEHv— IndianPremierLeague (@IPL) April 11, 2022
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে তার আগে টসে জিতে হার্দিক পান্ডিয়ার দলকে ব্যাট করতে পাঠায় সানরাইজার্স। পাওয়ার প্লে-র কিছুক্ষণ পরেই ৬৪/৩ হয়ে সমস্যায় পড়ে গিয়েছিল হায়দরাবাদ। এরপরে হার্দিক পান্ডিয়া (৪২ বলে ৫০) এবং মনোহর (২১ বলে ৩৫) মিলে গুজরাটকে লড়াই করার মত স্কোরে পৌঁছে দেন। ভুবনেশ্বর কুমার এবং নটরাজন মিলে ভাঙেন গুজরাটকে।
সামান্য এই রানের পুঁজি নিয়ে শেষরক্ষা করতে পারেনি গুজরাট, ফলেই তা প্রমাণিত।