KKR-Mitchell Starc: গত একদিনের বিশ্বকাপে বেশ ভালো খেলে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করেছেন। তার ফলে, স্টার্কের ওপর কেকেআরের আশা ছিল বেশ বেশি। সেই জন্যই নিলামে এই অস্ট্রেলীয়র পিছনে ২৪.৭৫ টাকা খরচ করতেও দ্বিধা করেনি কেকেআর। (ছবি- টুইটার)
Ian Bishop Slam Mitchell Starc: এবারের আইপিএল নিলামে ২৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনেছে কেকেআর। সেই সুবাদে স্টার্ক এই আইপিএল শুধু নয়, আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার। কিন্তু, সেই স্টার্কের থেকে বিনিময়ে এবারের আইপিএলে তেমন কিছুই পায়নি নাইটকুল। আর, সেই কারণে ২৫ কোটি টাকার খেলোয়াড়ের ওপর চরম ক্ষুব্ধ ইয়ান বিশপ, ইরফান পাঠানের মত প্রাক্তনরা।
Advertisment
KKR Most Expensive Buy: এই ক্ষোভের যথেষ্ট কারণ রয়েছে। মঙ্গলবার, বিনা উইকেটে ৫০ রান দিয়েছেন স্টার্ক। শুধুমাত্র ম্যাচের ১৮তম ওভারেই দিয়েছেন ১৮ রান। এই খারাপ পারফরম্যান্সের জন্য দিনকে দিন স্টার্কের ওপর চাপও বাড়ছে। নয় বছর আগে তিনি আইপিএল খেলেছিলেন। গত একদিনের বিশ্বকাপে বেশ ভালো খেলে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করেছেন। তার ফলে, স্টার্কের ওপর কেকেআরের আশা ছিল বেশ বেশি। সেই জন্যই নিলামে এই অস্ট্রেলীয়র পিছনে ২৪.৭৫ টাকা খরচ করতেও দ্বিধা করেনি কেকেআর।
নয় বছর আগেও আইপিএলে স্টার্কের পারফরম্যান্স আহামরি ছিল না। এবার আইপিএলে ফিরে বিপুল অর্থ পাওয়ার পরও তিনি আহামরি কোনও পারফরম্যান্স দর্শকদের উপহার দিতে পারলেন না। শুধু আহামরি দিতে পারলেন না, তা-ই নয়। রীতিমতো দলের কাছে বোঝার মত ক্রমশ হয়ে উঠেছেন। অনেকেই তো ইতিমধ্যে বলতে শুরু করেছেন যে, স্টার্কের পিছনে খরচ করা পুরো টাকাটাই জলে গিয়েছে কেকেআরের।
Most expensive player in your team can’t be your weak link.
আর ইয়ান বিশপ বলেছেন, 'স্টার্ক এই বিপুল অর্থের দামের যোগ্যই নন। গত ম্যাচে তিন উইকেট পেয়েছিলেন। তাঁর প্রতি আশা জেগেছিল। কিন্তু, মঙ্গলবারের ম্যাচে স্রেফ ওয়াইড করা ছাড়া কিছুই করেননি।' বিশপ রীতিমতো কটাক্ষের সুরে বলেছেন, বাটলারকে তো ওয়াইড বল করেই পাঁচ রান পাইয়ে দিয়েছেন স্টার্ক। তারপর শর্ট বল করে স্কোয়ার দিয়ে হুক করার ব্যবস্থা করে দিয়েছেন। বিশপের এই কথাই প্রশ্ন তুলে দিয়েছে, মঙ্গলবারের ম্যাচে রাজস্থানের জোস বাটলারের কৃতিত্বটা বেশি? নাকি স্টার্কের খারাপ পারফরম্যান্সই জিতিয়ে দিল রাজস্থানকে?