সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ জানাচ্ছে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। গত রবিবার বিশ্ববিদ্য়ালয় ঢুকে তাদের ওপর পুলিশ লাঠি চার্জ করে ও কাঁদানে গ্যাস ছোড়ে।
Advertisment
একাধিক পড়ুয়া গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই পুরো ঘটনায় প্রতিক্রিয়া জানালেন ভারতের প্রাক্তন ফাস্টবোলার ইরফান পাঠান।
Political blame game will go on forever but I and our country???????? is concerned about the students of #JamiaMilia#JamiaProtest
টুইটারে পাঠান লিখলেন, "আজীবন রাজনৈতিক দোষারোপের পালা চলতেই থাকবে। কিন্তু আমি এবং আামার দেশ চিন্তিত জামিয়া মিলিয়ার পড়ুয়াদের নিয়ে। #JamiaMilia #JamiaProtest,”
দিল্লির দমকল বাহিনী জানিয়েছে, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটি দমকলের গাড়ির পথ আটকায় ও সেটির ক্ষতি করে। হিংসার জেরে দুজন দমকলকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে তারা। দিল্লি ট্রাফিক পুলিশ একটি টুইটে জানিয়েছে আন্দোলনের জেরে ওখলা আন্ডারপাস থেকে সরিতা বিহার পর্যন্ত যান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় তারা।
এদিকে দক্ষিণ দিল্লির বিক্ষোভে জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্ররা যুক্ত ছিলেন না বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও প্রাক্তন ছাত্রদের সংগঠন। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, আমরা বারবার আন্দোলন শান্তিপূর্ণ রাখার কথা বলেছি। হিংসার সঙ্গে যারা যুক্ত তাদের আমরা নিন্দা করছি। তাদের দাবি, সঠিক আন্দোলনকে বদনাম করবার জন্য কিছু লোক এই হিংসা ঘটিয়েছে।
জামিয়া মিলিয়ার ঘটনার নিন্দায় সরব হয়েছে এনএসইউআই এবং জেএনইউটিএ। পুলিশ বর্বরতার সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছে জেএনইউ শিক্ষকদের সংগঠন।
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন