NZ vs SA: অর্ধশতাব্দীর পুরোনো রেকর্ড ব্রেক! ইতিহাসে পদক্ষেপ দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটজকে

New Zealand vs South Africa: পুরুষদের ওয়ানডে ফরম্যাটে অভিষেকেই ১৫০ রান করা প্রথম ব্যাটসম্যান হলেন দক্ষিণ আফ্রিকার এই তরুণ ক্রিকেটার। ভাঙলেন ৪৭ বছরের পুরোনো রেকর্ড।

New Zealand vs South Africa: পুরুষদের ওয়ানডে ফরম্যাটে অভিষেকেই ১৫০ রান করা প্রথম ব্যাটসম্যান হলেন দক্ষিণ আফ্রিকার এই তরুণ ক্রিকেটার। ভাঙলেন ৪৭ বছরের পুরোনো রেকর্ড।

author-image
IE Bangla Sports Desk
New Update
Matthew Breetzke: ম্যাথু ব্রিটজকে

Matthew Breetzke: ম্যাথু ব্রিটজকে। (ছবি- স্ক্রিনগ্যাব)

New Zealand vs South Africa: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৪৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটজকে। দক্ষিণ আফ্রিকান ওপেনার ওয়ানডে অভিষেকে ১৫০ রান করা প্রথম ব্যাটসম্যানের শিরোপা পেলেন। লাহোরের সদ্য সংস্কার করা গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে পুরুষদের ওয়ানডে অভিষেকে ১৫০ রান করেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। তিনি ভাঙলেন ২৬ বছর বয়সি ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের ৪৭ বছরের পুরোনো রেকর্ড। হেইন্স ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেকে ১৪৮ রান করেছিলেন। 

Advertisment
খেলোয়াড় স্কোরপ্রতিপক্ষবছর
ম্যাথু ব্রিটজকে১৪৮ বলে ১৫০ রাননিউজিল্যান্ড২০২৫
ডেসমন্ড হেইন্স১৩৬ বলে ১৪৮ রানঅস্ট্রেলিয়া১৯৭৮
রহমানুল্লাহ গুরবাজ১২৭ বলে ১২৭ রানআয়ারল্যান্ড২০২১
কলিন ইনগ্রাম১২৬ বলে ১২৪ রানজিম্বাবোয়ে২০১০
মার্ক চ্যাপম্যান১১৬ বলে ১২৪ রান (অপরাজিত)সংযুক্ত আরব আমিরশাহি২০১৫

এর আগে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার টানা দ্বিতীয় ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। দক্ষিণ আফ্রিকা তার সাত জন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা খেলোয়াড়কে ছাড়াই এই টুর্নামেন্টে খেলছে। ওই সাত ক্রিকেটার চলতি সপ্তাহের শেষে করাচিতে পৌঁছবেন। ব্রিটজকে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফি দলের অংশ নন। সোমবার তিনি সেঞ্চুরির পর দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন তারকার সঙ্গে একই তালিকায় ঢুকে পড়েন। ওই তারকারা হলেন- কলিন ইনগ্রাম, টেম্বা বাভুমা ও রিজা হেনড্রিক্স। 

Advertisment

আরও পড়ুন- মুখ পুড়িয়েছে ক্রিকেট সংস্থা, ফ্লাডলাইটের আলো বিগড়াল কেন, কড়া পদক্ষেপ ওড়িশা সরকারের

সোমবার দুর্দান্ত খেলেছেন ব্রিটজকে। মাত্র ৬৮ বলে তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ১২৮ বলের মাথায় সেঞ্চুরি পান। ও'রউরকের বলকে ডিপ থার্ডে পাঠিয়ে তিনি সেঞ্চুরি করেন। ম্যাচে ব্রিটজকে ১৪৮ বলে ১৫০ রান করেছেন। তাঁর ইনিংসে রয়েছে ১১টি চার এবং ৫টি ছক্কা। ব্রিটজকের এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে তোলে ৩০৪ রান।

cricket ODI Cricket News New Zealand Cricket Team South Africa Cricket Team