/indian-express-bangla/media/media_files/2025/02/10/VGvoQsucEQmed4LR5mFR.jpg)
Matthew Breetzke: ম্যাথু ব্রিটজকে। (ছবি- স্ক্রিনগ্যাব)
New Zealand vs South Africa: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৪৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটজকে। দক্ষিণ আফ্রিকান ওপেনার ওয়ানডে অভিষেকে ১৫০ রান করা প্রথম ব্যাটসম্যানের শিরোপা পেলেন। লাহোরের সদ্য সংস্কার করা গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে পুরুষদের ওয়ানডে অভিষেকে ১৫০ রান করেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। তিনি ভাঙলেন ২৬ বছর বয়সি ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের ৪৭ বছরের পুরোনো রেকর্ড। হেইন্স ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেকে ১৪৮ রান করেছিলেন।
খেলোয়াড় | স্কোর | প্রতিপক্ষ | বছর |
ম্যাথু ব্রিটজকে | ১৪৮ বলে ১৫০ রান | নিউজিল্যান্ড | ২০২৫ |
ডেসমন্ড হেইন্স | ১৩৬ বলে ১৪৮ রান | অস্ট্রেলিয়া | ১৯৭৮ |
রহমানুল্লাহ গুরবাজ | ১২৭ বলে ১২৭ রান | আয়ারল্যান্ড | ২০২১ |
কলিন ইনগ্রাম | ১২৬ বলে ১২৪ রান | জিম্বাবোয়ে | ২০১০ |
মার্ক চ্যাপম্যান | ১১৬ বলে ১২৪ রান (অপরাজিত) | সংযুক্ত আরব আমিরশাহি | ২০১৫ |
এর আগে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার টানা দ্বিতীয় ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। দক্ষিণ আফ্রিকা তার সাত জন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা খেলোয়াড়কে ছাড়াই এই টুর্নামেন্টে খেলছে। ওই সাত ক্রিকেটার চলতি সপ্তাহের শেষে করাচিতে পৌঁছবেন। ব্রিটজকে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফি দলের অংশ নন। সোমবার তিনি সেঞ্চুরির পর দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন তারকার সঙ্গে একই তালিকায় ঢুকে পড়েন। ওই তারকারা হলেন- কলিন ইনগ্রাম, টেম্বা বাভুমা ও রিজা হেনড্রিক্স।
Matthew Breetzke becomes the first player to score 1️⃣5️⃣0️⃣ on ODI debut 👌#3Nations1Trophy | #NZvSApic.twitter.com/Idsm60lVCC
— Pakistan Cricket (@TheRealPCB) February 10, 2025
আরও পড়ুন- মুখ পুড়িয়েছে ক্রিকেট সংস্থা, ফ্লাডলাইটের আলো বিগড়াল কেন, কড়া পদক্ষেপ ওড়িশা সরকারের
সোমবার দুর্দান্ত খেলেছেন ব্রিটজকে। মাত্র ৬৮ বলে তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ১২৮ বলের মাথায় সেঞ্চুরি পান। ও'রউরকের বলকে ডিপ থার্ডে পাঠিয়ে তিনি সেঞ্চুরি করেন। ম্যাচে ব্রিটজকে ১৪৮ বলে ১৫০ রান করেছেন। তাঁর ইনিংসে রয়েছে ১১টি চার এবং ৫টি ছক্কা। ব্রিটজকের এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে তোলে ৩০৪ রান।