Advertisment

Milkha Singh: প্রয়াত মিলখা সিং, ৯১ বছরে জীবনের দৌড় থামলো কিংবদন্তি অ্যাথলেটের

Milkha Sing Dead: কোভিড সংক্রান্ত জটিলতার জেরেই মিলখার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
Milkha Singh passes away

মিলখা সিং

Milkha Sing Dead: ৯১ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি অ্যাথলেট মিলখা সিং। করোনা সংক্রমিত হওয়ার ৩০ দিনের মাথায় শুক্রবার পিজিআইএমইআই হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করন মিলখা। মাত্র পাঁচ দিন আগেই মৃত্যু হয় প্রখ্যাত এই অ্যাথলেটের স্ত্রী নির্মল মিলখা সিংয়ের।

Advertisment

গত ২০ মে কোভিড আক্রান্ত হন 'উড়ন্ত শিখ' মিলখা সিং। ২৪ মে প্রথমে মোহালির একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। এরপর ৩০ মে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মিলখার শরীরে অক্সিজেনের পরিমাণ ক্রমশ কমতে থাকায় তাঁকে চণ্ডিগড়ের পিজিআইএমইআই হাসপাতালে ভর্তি করা হয় ৩রা জুন। গত বৃহস্পতিবারই তাঁর নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। কোভিড আইসিইউ থেকে বর্ষীয়ান ক্রীড়া ব্যক্তিত্বকে হাসপাতালের আইসিইউ বেডে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু এদিন ফের তাঁর অবস্থার অবনতি হয়। রাতে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে করে জীবনযুদ্ধে হার মানলেন ভারতের অন্যতম এই স্প্রিন্টার। মিলখার প্রয়াণের খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেন তাঁর পুত্র জীব মিলখা সিং।

মিলখা সিংয়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১৯৫৮ সালে কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন ১৯৬০ সালের রোম অলিম্পিকে ৪০০ মিটার ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেছিলেন মিলখা সিং। এছাড়া এশিয়ান গেমসে চারবারের সোনার পদকজয়ী অ্যাথলেট ছিলেন তিনি। রোমে গড়ে ওঠা মিলখার দৌড়ের সময় ৩৮ বছর ধরে জাতীয় রেকর্ড হিসেবে অক্ষুণ্ণ ছিল। তবে ১৯৯৮ সালে পরমজীত সিং এই রেকর্ড ভেঙে দেন।

১৯৫৬, ১৯৬৪ সালের অলিম্পিককে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন মিলখা সিং। ১৯৫৯ সালে প্রখ্যাত এই স্প্রিন্টারকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sports News
Advertisment