নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টি ২০ সিরিজ খেলবে ভারত। সেই সিরিজেও ভারতের জার্সিতে ধোনিকে দেখার সম্ভবনা নেই। আপাতত বিশ্রামেই থাকবেন তারকা ক্রিকেটার। এর অর্থ, আসন্ন বিজয় হাজারে ট্রফিতেও ঝাড়খণ্ডের জার্সিতে খেলবেন না ধোনি। রবিবারেই মুম্বই মিরর-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে এমন খবর। সেই প্রতিবেদনে লেখা হয়েছে, ধোনির নিজের বিশ্রামের মেয়াদ বাড়াচ্ছেন। নভেম্বর পর্যন্ত কোনওরকম ক্রিকেটে অংশগ্রহণ করবেন না তিনি।
প্রথমে জানানো হয়েছিল নভেম্বরের মাঝামাঝি থেকে জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে ধোনিকে। ওয়েস্ট ইন্ডিজ সফর এবং ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের পরে ক্রিকেটে ফিরতে পারেন মাহি। তবে তা এখনই হচ্ছে না। নভেম্বরের প্রথম দিক থেকেই বাংলাদেশের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে নীল জার্সিতে স্ট্যাম্পের পিছনে দেখা যাবে না ধোনিকে।
তাহলে ধোনির প্রত্যাবর্তন ঘটছে কবে? বলা হচ্ছে, ঘরের মাঠে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত টি ২০ সিরিজ খেলবে। জানুয়ারিতেই আবার ভারতের অস্ট্রেলিয়া সফর। এই দুই সিরিজের কোনও একটিতে ধোনির প্রত্যাবর্তন ঘটতে পারে জাতীয় দলের জার্সিতে। ৩৫০টির বেশি ওয়ান ডে ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন ধোনি বিশ্বকাপের পরে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এখনও খোলসা করে জানাননি।
বিশ্বকাপের পরেই সেনাবাহিনীতে ডিউটির কথা বলে, ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে অব্যাহতি চেয়েছিলেন। তারপরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁকে দলে নির্বাচিত করেননি নির্বাচকরা। তারপর থেকে ধোনির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে উঠলেও, তিনি নিজে পরিষ্কার করে জানাননি তাঁর পরিকল্পনা। জুলাই মাসে বিশ্বকাপে শেষবার দেশের জার্সিতে খেলেছিলেন তিনি।
Read the full article in ENGLISH