Sania Mirza: নিজের প্রেমের সম্পর্ক নিয়ে এবার খুল্লামখুল্লা সানিয়া! শোয়েবের সঙ্গে সম্পর্কছেদের পরেই বড় আপডেট সুন্দরীর

Sania Mirza relationship with Shoaib Malik: জাহ্নবী কাপুর ও রাজকুমার রাওকে নিয়ে প্রকাশিত সাম্প্রতিক এপিসোডে কপিল জানিয়েছিলেন যে তিনি 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর পরবর্তী পর্বে মেরি কম, সানিয়া মির্জা ও সাইনা নেহওয়ালকে নিয়ে আসবেন।

Sania Mirza relationship with Shoaib Malik: জাহ্নবী কাপুর ও রাজকুমার রাওকে নিয়ে প্রকাশিত সাম্প্রতিক এপিসোডে কপিল জানিয়েছিলেন যে তিনি 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর পরবর্তী পর্বে মেরি কম, সানিয়া মির্জা ও সাইনা নেহওয়ালকে নিয়ে আসবেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sania Mirza, Sania Mirza-Shoaib Malik divorce

Sania Mirza love-life: একাকী জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছেন সানিয়া মির্জা (টুইটার)

Sania Mirza on Kapil Sharma Show: তাঁর প্রাক্তন স্বামী শোয়েব মালিকের তৃতীয় বিয়ের কয়েক মাস পরে সানিয়া মির্জা এবার তাঁর প্রেমজীবন সম্পর্কে নীরবতা ভাঙলেন। 'গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর প্রোমোতে সানিয়া তাঁর প্রেমজীবন সম্পর্কে বিরল এক মন্তব্য করেছেন। ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর আর নতুন করে প্রেমে জড়াননি সানিয়া মির্জা। টেনিস কিংবদন্তি, 'গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এ সেকথা নিশ্চিত করেছেন।

Advertisment

জাহ্নবী কাপুর ও রাজকুমার রাওকে নিয়ে প্রকাশিত সাম্প্রতিক এপিসোডে কপিল জানিয়েছিলেন যে তিনি 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর পরবর্তী পর্বে মেরি কম, সানিয়া মির্জা ও সাইনা নেহওয়ালকে নিয়ে আসবেন। প্রোমোতে, কপিল সানিয়ার জীবনের নানা দিক নিয়ে কথা বলেছেন। প্রোমোর শুরুতে কপিল উপস্থিত ক্রীড়াবিদদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন। মেরি কমকে তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন করেন। পাশাপাশি, সানিয়াকে মনে করিয়ে দেন যে, শাহরুখ খান তাঁর প্রেম নিয়ে একটা ছবি বানাতে চেয়েছিলেন। যাতে সানিয়াকে অভিনয় করতেও বলেছিলেন। জবাবে সানিয়া বলেন, 'আমাকে আগে প্রেমের আগ্রহটাই খুঁজতে হবে।' তাঁর এই উত্তর শুনে রীতিমতো বিস্মিত হয়ে যান কপিল শর্মা ও অর্চনা পূরণ সিং।

অনেকেই জানেন না যে ২০১৬ সালে, সানিয়ার বায়োপিক উদ্বোধন করেছিলেন শাহরুখ খান। যার নাম ছিল, 'Ace Against Odds'। শাহরুখ সেই সময়ই বলেছিলেন, তিনি ওই বই নিয়ে একটা সিনেমা বানাবেন। তাতে অভিনয়ও করবেন। শাহরুখের কথায়, 'সানিয়ার ওপর কোনও সিনেমা তৈরি হলে আমার মনে হয় যে সেটা বেশ অনুপ্রেরণাদায়ক হবে। দুর্দান্ত কিছু একটা হবে। আমি জানি না যে সানিয়া আমাকে তাঁর প্রেমের ব্যাপারে কিছু করতে দেবেন কি না! তবে, আমি নিশ্চিতভাবে সেটা তৈরি করব।'

Advertisment

আরও পড়ুন- বিশ্বকাপে এবার ‘টাকা ওড়ানোর’ ঘোষণা আইসিসির! কোটি কোটি টাকার পুরস্কার ঘোষণা টুর্নামেন্ট শুরু হতেই

সানিয়ার প্রাক্তন স্বামী শোয়েব মালিক কয়েক মাস আগেই তৃতীয়বার বিয়ে করেছেন। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব। চলতি বছরের জানুয়ারিতে সেই বিয়ের ছবি শেয়ার করে তাঁরা সবাইকে চমকেও দেন। এর আগে সানিয়া ২০১০ সালে হায়দরাবাদে শোয়েবকে বিয়ে করেন। তাঁদের ওয়ালিমা অনুষ্ঠান পাকিস্তানের শিয়ালকোটে হয়। ২০১৮ সালে সানিয়া-শোয়েবের একটি সন্তান হয়। যার নাম, ইজহান মির্জা মালিক। চলতি বছরের জানুয়ারিতে, সানিয়ার তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয় যে, তাঁরা বেশ কয়েক মাস ধরেই বিচ্ছিন্ন। তবে, এনিয়ে অনুরাগীদের জল্পনা-কল্পনা না করতেও সানিয়া অনুরোধ করেছিলেন।

Cinema kapil sharma tennis Sania Mirza Shah Rukh khan Shoaib Malik