Advertisment

নিরামিষাশী কোহলির মুখে ফের চিকেন! ঝড় তুলে দিল কোহলির খাওয়ার ছবি

নিজের খ্যদ্যাভ্যাস কি পাল্টে ফেললেন কোহলি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kohli Chicken

কোহলির চিকেন খাওয়ার খবরে তোলপাড় নেট দুনিয়া (টুইটার)

কয়েকদিন আগেই গোমাংস খাওয়ার ভুয়ো বিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। বিরাট কোহলির নামে সোশ্যাল মিডিয়ায় মুণ্ডুপাত শুরু হওয়ার পর পরিস্থিতি শান্ত করে একাধিক ফ্যাক্ট চেকিং সংস্থা। এবার ফের একবার কোহলিকে নিয়ে ঝড় উঠল।

Advertisment

অবশ্য ঝড় ওঠার বন্দোবস্ত করলেন কোহলি নিজেই। নিজের ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করলেন চিকেন টিক্কা খাওয়ার খবর। তারপরেই ফের একবার প্রশ্নের মুখে পড়লেন তিনি। কেন? কোহলি আগেই জানিয়েছিলেন, তিনি নিরামিষাশী হয়ে গিয়েছেন। একাধিক প্রচারমাধ্যম তো বটেই নিজেও একাধিকবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়েছেন, শরীরে কার্ভিক্যাল স্পাইনাল কর্ডের জন্য তাঁর শরীরে ইউরিক এসিড বেশি পরিমাণে তৈরি হয়। ইউরিক এসিডের উৎপাদন নিয়ন্ত্রণ রাখতেই প্রাণীজ প্রোটিন ভক্ষণ করা ছেড়ে দিয়েছেন। হয়ে উঠেছেন শাকাহারি।

তবে এবার বিরাটের ইনস্টাগ্রাম পোস্টে ঝড় উঠে গেল। তিনি বলে দিলেন, মক চিকেন টিক্কা বেশ উপভোগ করেছেন। তবে ঘটনা হল, নামে যতই 'চিকেন' থাকুক না, এই মাংস পুরোপুরি উদ্ভিজ্জ থেকে উদ্বৃত্ত। উদ্ভিদ থেকে এই মাংস আহরণ করা হয়।

publive-image

কী এই মক মিট?

মাংসের বিকল্প হিসেবে সম্প্রতি বেশ জনপ্রিয় হয়েছে এই মক মিট। সোয়া, কাঁঠাল, আইসোলেট হোয়ে, কলার খোসা, তরমুজ থেকে প্রক্রিয়া করে এই মাংস বানানো হয়েছে।

আরও পড়ুন- জাতীয় দল ছাড়তে চাইলেন বিধ্বংসী সুপারস্টার! দক্ষিণ আফ্রিকা থেকেই দেশে ফেরত পাঠিয়ে দিল বোর্ড

তাই কোহলি মাংস খেয়েছেন বলে ঝড় উঠলেও তিনি মোটেই মাংসাশী নন। উদ্ভিজ্জ মাংস ব্যবহার করে নতুন দিশা দেখাচ্ছেন তিনি।

cricket chicken thali Virat Kohli Indian Cricket Team South Africa
Advertisment