বুধবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গ্রুপের তৃতীয় ম্যাচে খেলতে নামছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালে আশা বাঁচিয়ে রাখার জন্য আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারাতে হবে টিম কোহলিকে। আফগানিস্তান অন্যদিকে ভারতকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। দুরন্ত ক্রিকেটে আফগানরা স্কটল্যান্ড এবং নামিবিয়াকে হারানোর পরে পাক ম্যাচের জেতার মত পরিস্থিতি তৈরি করেছিল। তবে শেষদিকে আসিফ আলির ঝড়ে পাকিস্তান কোনওরকমে অঘটন এড়ায়।
আফগানিস্তান অবশ্য ভারতকে হারানোর জন্য রশিদ খান, মুজিব উর রহমানদের ঘূর্ণির ওপর ভরসা রাখছে। আফগান স্পিনারদের কেমন সামলাতে পারে ভারত, তার ওপরেই নির্ভর করছে ম্যাচের ভাগ্য।
আরও পড়ুন: কোহলির টিম ইন্ডিয়া ভাগাভাগি দুই শিবিরে! বিস্ফোরক ইঙ্গিতে ঝড় তুললেন শোয়েব, দেখুন ভিডিও
কোহলি সম্ভবত টি২০ নেতা হিসেবে শেষ তিন ম্যাচে নামছেন বুধবার থেকে। দিওয়ালি সপ্তাহে ক্যাপ্টেন কোহলি আফগানিস্তানের বিরুদ্ধে কেমন একাদশ গড়েন, সেদিকে নজর রয়েছে ক্রিকেট মহলের। প্ৰথম দুই ম্যাচেই রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশের বাইরে রেখেছেন কোহলি। আফগান ম্যাচে সম্ভবত অশ্বিনের অভিজ্ঞতাকে উপেক্ষা করতে পারবেন না তিনি। তবে বুধবারেও ভারতের একাদশে অশ্বিনের নাম দেখা না গেলে, সেই দাবিই জোরালো হবে যে, অক্রিকেটীয় কারণে অশ্বিনকে বাইরে রাখছেন কোহলি।
ইংল্যান্ড সফরে চার টেস্টে অশ্বিনকে বাইরে রাখার পরে কোহলির ইচ্ছার বিরুদ্ধে গিয়েই টি২০ ওয়ার্ল্ড কাপে নির্বাচকরা স্কোয়াডে রেখেছিলেন অশ্বিনকে। তবে বিশ্বকাপের মঞ্চে বরুণ চক্রবর্তী বারবার ব্যর্থ হওয়ার পরেও অশ্বিনকে বাদ দেওয়ার ট্রেন্ড চালু রেখেছেন কোহলি। চার বছর পর সাদা বলের দুনিয়ায় পা রেখেও তাই দলের বাইরে বসতে হচ্ছে তামিল স্পিনারকে।
আরও পড়ুন: বিশ্বকাপের পরেই বাদ পড়ছেন এই দুই তারকা! কারা ঢুকবেন, সেই তালিকাও চূড়ান্ত
অশ্বিনকে নেওয়ার সম্ভাবনার মধ্যেই ওপেনার হিসাবে ফের একবার দেখা যাবে রোহিত শর্মাকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে রোহিতকে ওপেনিং থেকে সরিয়ে তিনে নামানো হয়। ঈশান কিষানকে দিয়ে ওপেন করানোর স্ট্র্যাটেজি ডাহা ফেল করেছে।
এদিকে, সূর্যকুমার যাদব যদি ফিট হয়ে ওঠেন তাহলে ইন্ডিয়া একাদশে ঈশান কিষান এবং সূর্যকুমার যাদব- দুজনকেই দেখা যেতে পারে। সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়াকে বাইরে রাখা হয় কিনা, সেটা দেখার। হার্দিককে দলে রেখে কার্যত কোনও ব্যালান্সই গড়তে পারছে না টিম ম্যানেজমেন্ট। ব্যাটিংয়ে শক্তি বাড়ানোর জন্য তাই ঈশান কিষান এবং সূর্যকুমারকে একত্রে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, ঈশান কিষান, সূর্যকুমার যাদব/ হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী/রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন