Advertisment

Loksabha Election: ভোটের আগে এআই-এর বাড়বাড়ন্ত রোধে কড়া সরকার, কী পদক্ষেপ?

গুগলের এআই প্ল্যাটফর্ম জেমিনি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে একটি প্রশ্নের উত্তরের জন্য ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের (MeitY) তরফ থেকে সমালোচনার মুখে পড়ে।

author-image
IE Bangla Tech Desk
New Update
AI Centre notice Lok Sabha polls 2024

শনিবার কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর এই বিবৃতি দিয়েছেন। (ফাইল ছবি)

ভারতে গুগল এবং ওপেনএআই-এর মতো এআই সংস্থাগুলিকে কড়া বার্তা পাঠিয়েছে আইটি মন্ত্রল। নোটিসে বলা হয়েছে পরিষেবাগুলি ভারতীয় আইনের অধীনে অবৈধ কিছু পরিবেশন না করে বা নির্বাচন প্রক্রিয়ার অখণ্ডতার জন্য আশঙ্কার কারণ হয়ে দাঁড়ায়।

Advertisment

গুগলের এআই প্ল্যাটফর্ম জেমিনি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে একটি প্রশ্নের উত্তরের জন্য ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের (MeitY) তরফ থেকে সমালোচনার মুখে পড়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস আগেই জানিয়েছিল যে সরকার গুগলকে কারণ দর্শানোর নোটিশ জারি করার পরিকল্পনা করছে।

মোদীকে নিয়ে বিরূপ জবাব দিয়েছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই) প্ল্যাটফর্ম জেমিনি। আর তারপরই বিষয়টি নিয়ে সরব হয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রক । ইলেকট্রনিক্স এবং আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন "আইনী পদক্ষেপের মাধ্যমে জেনারেটিভ এআই প্ল্যাটফর্মে লাগাম টেনে ধরার চেষ্টা করছে সরকার। শুক্রবার সন্ধ্যায় গুগল, ওপেনএআই-কে নোটিশ পাঠানো হয়েছে। কোম্পানিগুলোকে ১৫ দিনের মধ্যে অ্যাকশন নেওয়া রিপোর্ট জমা দিতে বলা হয়েছে"।

চন্দ্রশেখর যোগ করেছেন আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতার কথা উল্লেখ করা হয়েছে। "আমরা জানি যে নির্বাচনের আগে ভুল তথ্য এবং ডিপফেকগুলি ব্যবহার করা হবে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে"।
রাজীব চন্দ্রশেখর তাঁর পোস্টে গুগল ইন্ডিয়া এবং জেমিনি এআইকে ট্যাগ করেছেন এবং লিখেছেন, "এই ধরণের কার্যকলাপ আইটি নিয়মের 3(1)(বি) এর সরাসরি লঙ্ঘন এবং ফৌজদারি বিধিরও বেশ কয়েকটি বিধানের লঙ্ঘন"।

Artificial Intelligence
Advertisment