Advertisment

sunita williams: মহাকাশ থেকে ভোট দেবেন সুনিতা, সামনে এল চমকে দেওয়া তথ্য

Sunita Williams Update: মহাকাশ থেকে এবার এমন কিছু করতে চলেছেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস যা স্বপ্নেও কেউ কখনও কল্পনা করেন নি। মহাকাশ থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন সুনিতা উইলিয়ামস।

author-image
IE Bangla Tech Desk
New Update
sunita williams

মহাকাশ থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন সুনিতা উইলিয়ামস।

Sunita Williams Update: মহাকাশ থেকে এবার এমন কিছু করতে চলেছেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস যা স্বপ্নেও কেউ কখনও কল্পনা করেন নি। মহাকাশ থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন সুনিতা উইলিয়ামস। নাসার মিশনে মহাকাশে গিয়ে বেশ কয়েকমাস ধরে আটকে রয়েছেন সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গী বুচ উইলমোর। তবে সম্প্রতি সামনে এসেছে একটি বিরাট আপডেট। মহাকাশ থেকে এমন কিছু করতে চলেছেন সুনিতা যা কেউ স্বপ্নেও ভাবেন নি।  

Advertisment

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস বর্তমানে মহাকাশে আটকে রয়েছেন। সুনিতা তার তৃতীয় মহাকাশ মিশনের জন্য নাসার হয়ে মহাকাশে গিয়েছিলেন। সুনিতা বোয়িং-এর স্টারলাইনার মহাকাশযানে চেপে মহাকাশে গিয়েছিলেন এবং বুচ উইলমোরকেও এই মহাকাশ মিশনে সুনিতার সঙ্গী হিসাবে পাঠানো হয়েছিল।

হুহু করে কমবে বিদ্যুৎ বিল! বছরে সাশ্রয় হবে হাজার হাজার টাকা

তারা দুজনেই ৫ জুন মহাকাশ অভিযানে গিয়ে ৬ জুন মহাকাশে পৌঁছান। ১৩ জুন পৃথিবীতে ফিরে আসার কথা থাকলেও মহাকাশযানের ত্রুটির কারণে তাদের পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। দুজনেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে পড়েছেন। বোয়িং-এর স্টারলাইনার মহাকাশযান ইতিমধ্যেই সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছে। স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সুনিতা এবং বুচকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে নাসা। এখন মহাকাশে এমন কিছু করতে চলেছেন সুনিতা, যা আপনি ভাবতেও পারবেন না। 

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ওই দিন মহাকাশ থেকে ভোট দেবেন সুনিতা। সুনীতার সঙ্গে বুচও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন। সুনিতা এবং বুচ এই মুহূর্তে মহাকাশে আটকে থেকেও দুজনেই ভোট দানের অধিকারকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এমন পরিস্থিতিতে দুজনেই নাসার কাছে ব্যালটের অনুরোধ পাঠিয়েছেন। নাসাও তাদের জন্য ব্যালট পাঠাতে রাজি হয়েছে।

বাংলার জন্য দারুণ উপহার, পুজোর আগেই লঞ্চ BSNL-র ধামাকা রিচার্জ প্ল্যান

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশ থেকে ভোট দেবেন সুনিতা উইলিয়ামস। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে পড়া সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাদের ভোট দেবেন। মহাকাশে থাকা অবস্থায় তিনি এই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। কিন্তু ভোটের প্রক্রিয়া কী হবে, এমন কী আগে কখনও হয়েছে? 

১৯৯৭ সালে, টেক্সাস মহাকাশচারীদের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার দিয়ে একটি আইন পাস করে। এই আইন অনুযায়ী, কোনো ব্যক্তি মহাকাশে থাকলে তিনি ইলেকট্রনিকভাবে ভোট দিতে পারবেন। এই আইনটি তৈরি করা হয়েছিল কারণ নাসার বেশিরভাগ মহাকাশচারী টেক্সাসের হিউস্টনে থাকেন। সুনিতা ও বুচ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই তাদের ভোটের জন্য ব্যালট চেয়েছেন। সুনিতা বললেন, “মহাকাশ আমার আনন্দের জায়গা। "আমি এখানে মহাকাশে থাকতে ভালোবাসি।" বুচ আরও জোর দিয়েছিলেন যে ভোট দেওয়া নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য। প্রক্রিয়াটি ১৯৯৭ সালে শুরু হয়েছিল, যখন ডেভিড উলফ মহাকাশ থেকে ভোট দেওয়া প্রথম মহাকাশচারী ছিলেন। তারপর থেকে, অন্যান্য অনেক মহাকাশচারীও এই প্রক্রিয়া অনুসরণ করেছেন। সুনিতা ২০১৬ এবং ২০২০ সালেও মহাকাশ থেকে ভোট দিয়েছিলেন।

100Mbps স্পিডে 'সুনামি গতিতে' পান ইন্টারনেট পরিষেবা, BSNL 4G নিয়ে সামনে এল বিরাট আপডেট

তবে এবার বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন সুনিতা ও বুচ। তার ফেরার পরিকল্পনা বিলম্বিত হয়েছে। এখন দুজনেই ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ISS-এ থাকবেন। বুচ বলেছেন, "এটি একটি কঠিন যাত্রা , তবে আমরা প্রতিদিন আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।" এটি লক্ষণীয় যে এমনকি মহাকাশে বসবাস করেও, নাসার মহাকাশচারীরা তাদের নাগরিক দায়িত্ব পালন করতে সক্ষম।  

NASA sunita-williams
Advertisment