/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/rain.jpg)
আজও একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
রবিবার দিনভর হালকা-মাঝারি বৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। আজ সপ্তাহের প্রথম দিনেও কমপক্ষে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবারের পর মঙ্গলবারেও বৃষ্টির হাত থেকে মুক্তি নেই। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। এমনকী বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট থাকবে কয়েকটি জেলায়। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
আরও পড়ুন- একটানা জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে, শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীল ED-র জালে
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবারও প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। তবে কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি।
এদিকে, কলকাতা শহরে সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ। বেলা বাড়লে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটের উপর আগামিকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল পর্যন্ত আবহাওয়ার এই পরিস্থিতি চলবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যাবে।