Advertisment

Muri Ganga River: মুড়িগঙ্গা নদীতে আশ্চর্য কাণ্ড! প্রকাণ্ড এই জীব জল থেকে উঠতেই চোখ ছানাবড়া!

Muri Ganga River: অন্যান্য দিনের মতোই রুজির টানে নদীতে মাছ ধরতে গিয়েছিল পুরকাইত পরিবার। জলে জাল ফেলতেই হুড় হুড় করে নীচের দিকে টান পড়ে। সেই টান সামাল দিতে গিয়ে নাজেহাল দশা হয় মৎস্যজীবী পরিবারটির। তাও কোনওমতে সামলে নিয়ে এবার জাল তোলার পালা। বাবা-মা ও ছেলে মিলে কোনও মতে বেশ কিছুক্ষণের চেষ্টায় নৌকায় তোলে জাল। এরপরেই চোখ ছানাবড়া হয়ে যায় প্রত্যেকের। সুন্দরবন লাগোয়া এলাকার এই নদীতে এর আগে এমন কাণ্ড শেষ কবে ঘটেছে তা মনে করে উঠতেই পারছেন না এই মৎস্যজীবীরা। এখবর ছড়িয়ে পড়তে রীতিমতো শোরগোল পড়ে যায়।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Fishermen Caught Shankar Fish from Muri Ganga River

Muri Ganga: এতল্লাটের নদী থেকে এই প্রথম এই প্রকাণ্ড জীব জালে উঠল মৎস্যজীবী পরিবারটির।

Muri Ganga River: কাকদ্বীপের (Kakdwip) মুড়িগঙ্গা নদীতে এক মৎস্যজীবীর জালে বিশালাকৃতির এই মাছ উঠতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। দৈত্যাকার এই মাছের ওজন জানলে ভিরমি খাবেন। দু'তিনজনে মিলে কোনওমতে জাল টেনে ডিঙি নৌকায় তোলেন মৎস্যজীবীরা। পরে ডাঙায় তোলা হয় সেই প্রকাণ্ড মাছ।

Advertisment

মুড়িগঙ্গা (Muri ganga) নদীতে এবার মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বিশালাকৃতির একটি শংকর মাছ (Shankar Fish)। যার ওজন হয়েছে প্রায় ৯০ কেজি। পরে সেই প্রকাণ্ড মাছ ডাঙায় তুলে নিয়ে যাওয়া হয় আড়তে। ২৪০ টাকা কেজি দরে ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে কাকদ্বীপের লট নম্বর ৮-এর দাসপাড়ার বাসিন্দা ভরত পুরকাইত, তাঁর বাবা ও মাকে সঙ্গে নিয়ে ছোট ডিঙি নৌকায় মুড়িগঙ্গা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন।

publive-image

বিশালাকৃতির শংকর মাছ।

আরও পড়ুন- Kolkata Weather Today: মারকাটারি কামব্যাক ঘটাবে শীত! পিছু ছাড়বে না বৃষ্টিও, আবহাওয়ার তুখোড় আপডেট জানুন দ্রুত

মূলত মুড়িগঙ্গা নদীতে চিংড়ি মাছ ধরে জীবিকা নির্বাহ করে পুরকাইত পরিবার। গতকাল দুপুরের পর হঠাৎই নদীতে পাতা জালে টান পড়ে। এরপর তিন জন মিলে জালটি টেনে নৌকায় তুলতে হিমশিম খেয়ে যান। নৌকায় জাল তোলার পর তাঁরা দেখেন, একটি বিশালাকৃতির শংকর মাছ (Sankar Fish) জালে পড়েছে। সঙ্গে-সঙ্গে তাঁরা উপকূলে ফিরে আসেন।

publive-image

জাল থেকে বের করা হচ্ছে শংকর মাছটিকে।

এবিষয়ে মৎস্যজীবী ভরত পুরকাইত বলেন, "এত বড় শংকর মাছ এর আগে কখনও জালে ধরা পড়েনি। বহু কষ্টে জাল থেকে মাছ তুলেছি। পরে ছোট নৌকায় মাছটা তুলি। মাছটি নিশ্চিন্তপুরের মাছের আড়তে বিক্রি করা হয়েছে।" বিশাল আকৃতির শংকর মাছ পেয়ে কিছুটা হলেও অর্থের মুখ দেখল পুরকাইত পরিবার।

Muri Ganga River Shankar Fish West Bengal South 24 Pgs
Advertisment