West Bengal News: ভরদুপুরে সরকারি হাসপাতালে শিশু চুরির ভয়ঙ্কর চেষ্টা, বেহাল স্বাস্থ্য পরিষেবার সুরক্ষা নিয়ে বিরাট প্রশ্ন

West Bengal News: শনিবার দুপুরে এমন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গাজোল স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে। ক্ষিপ্ত জনতার হাত থেকে অভিযুক্ত ওই মহিলাকে আটক করে নিয়ে যায় পুলিশ।

West Bengal News: শনিবার দুপুরে এমন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গাজোল স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে। ক্ষিপ্ত জনতার হাত থেকে অভিযুক্ত ওই মহিলাকে আটক করে নিয়ে যায় পুলিশ।

author-image
Madhumita Dey
New Update
gazol-hospital-baby-kidnap-attempt

ভরদুপুরে সরকারি হাসপাতালে শিশু চুরির ভয়ঙ্কর চেষ্টা, বেহাল স্বাস্থ্য পরিষেবার সুরক্ষা নিয়ে বিরাট প্রশ্ন

West Bengal News: ভরদুপুরে সরকারি হাসপাতাল থেকে সদ্যোজাত শিশুর চুরি চেষ্টা ঘটনায় তুমুল উত্তেজনা চড়াল গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। ক্ষিপ্ত জনতা ও প্রসুতির পরিবার শিশুর অভিযোগে এক মহিলাকে হাতেনাতে ধরে ফেলে।  এরপর দেওয়া হয় গণপিটুনি। মুহূর্তের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার বিশাল পুলিশ বাহিনী। পরে অবশ্য পুলিশে হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

Advertisment

শনিবার দুপুরে এমন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গাজোল স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে। ক্ষিপ্ত জনতার হাত থেকে অভিযুক্ত ওই মহিলাকে আটক করে নিয়ে যায় পুলিশ। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আপাতত ওই মহিলার নাম পরিচয় গোপন রাখা হয়েছে। এই ঘটনার পিছনে কোনও শিশু চুরি চক্র জড়িত রয়েছে কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত চারদিন আগে গাজোল থানার বান্ধাইল এলাকার ইশা সাহা নামে এক গৃহবধূ গাজোল স্টেট জেনারেল হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন। 

সন্ত্রাসবাদের বিরুদ্ধে 'যুদ্ধ' জারি রেখে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতিতে সম্মত ভারত, বিরাট ঘোষণা জয়শঙ্করের

Advertisment

গত বৃহস্পতিবার ওই গৃহবধূ পুত্র সন্তানের জন্ম দেন। শনিবার ওই গৃহবধূকে ছুটি দেওয়ার কথা ছিল। এদিন দুপুরে গৃহবধূর পরিবারের লোকেরা অনুপস্থিত থাকাকালীন সদ্যোজাতকে বেডে রেখে শৌচাগারে যান ওই গৃহবধূ। এরপরই এসে দেখেন তাঁর সদ্যজাত নেই। তখনই ওই মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। ছুটে আসেন তাঁর পরিবারের সদস্যরা। হাসপাতালে খোঁজাখুঁজির পরে না মেলায় হাসপাতাল সংলগ্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা। অবশেষে হাসপাতাল চত্বরের এক মহিলার কাছ থেকে ওই সদ্যোজাত উদ্ধার হয়। 

এরপরই অভিযুক্ত এই মহিলাকে নিয়ে আসা হয় হাসপাতালে। এখানে ঠিক তো একাংশ মানুষ ওই মহিলাকে চর, থাপ্পড় মারতে থাকে বলে অভিযোগ। সেই মুহূর্তে গাজোল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। ক্ষিপ্ত জনতার হাত থেকে সদ্যোজাত চুরির অভিযোগে ওই মহিলাকে উদ্ধার করে পরে আটক করে নিয়ে যায় পুলিশ। ওই প্রসূতি মহিলার এক কর্মকার সুজাতা সাহা জানিয়েছেন , সরকারি হাসপাতালে নিরাপত্তার অভাব বোধ করছি আমরা। দিন দুপুরে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। অবিলম্বে হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হোক। গাজোল স্টেট জেনারেল হাসপাতাল সুপার ডাঃ অঞ্জন রায় জানিয়েছেন, হাসপাতালের নিরাপত্তার বিষয়টি ঊর্ধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

Malda