Advertisment

Travel: ফাটাফাটি অপূর্ব এক নয়া সমুদ্রপাড়ের হদিশ কলকাতার নাকের ডগাতেই! যাবেন নাকি?

Weekend Getaways: দিন কয়েকের জন্য বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অনেকেই একটু অফবিট ডেস্টিনেশনের খোঁজ করে থাকেন। তবে এবার পছন্দের সঙ্গী বা সঙ্গীদের নিয়ে উইকেন্ড হোক বা দিন দু'য়েকের অবসর কাটাতেই হোক, পাড়ি জমাতেই পারেন বঙ্গোপসাগরের আরও এক অপূর্ব এই এলাকায়। কর্মব্যস্ত জীবন থেকে দিন কয়েকের ভরপুর আনন্দ নিতে হলে কলকাতার কাছের এই অফবিট সি বিচ আপনার সেরা পছন্দ হতে পারে। থাকার জন্যও এখানে দারুণ বন্দোবস্ত রয়েছে। যা জানলে এখানে বেড়াতে আসার জন্য মনটা আরও ছটফট করবে।

author-image
Nilotpal Sil
New Update
Offbeat Holiday Destination Lalgaunj Sea Beach near kolkata, অফবিট হলিডে ডেস্টিনেশন লালগঞ্জ সমুদ্র সৈকত

Travel: বঙ্গোপসাগরের এই অপূর্ব পাড় বেড়ানোর নতুন ঠিকানা।

Offbeat Holiday Destination: বেড়াতে যাওয়ার কথা হলেই আবেগে ভাসেন বাঙালির একটা বড় অংশ। ভ্রমণপ্রিয় বাঙালি একটু ফাঁকফোকর পেলেই ব্যাগ-পত্তর বেঁধে রওনা দেয় ছুটি কাটাতে। বেড়ানোর তালিকায় হামেশাই নিত্যনতুন জায়গার খোঁজে থাকেন অনেকেই। এই প্রতিবেদনে তেমনই এক অফবিট পর্যটন কেন্দ্রের হদিশ মিলবে। কলকাতার খুব কাছেই অপরূপ এই সাগরতট যেন নতুন এক সোনালী আবিষ্কার। এখানকার নিরিবিলি-কোলাহলহীন পরিবেশ আপনাকে মুহূর্তে কর্মব্যস্ত জীবনের সব স্ট্রেস ভুলিয়ে দেবে। এলাকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য্য তারিয়ে-তরিয়ে উপভোগের ষোলোআনা সুযোগ মিলবে।

Advertisment

কলকাতার (Kolkata) কাছের এই সমুদ্র সৈকতটির নাম হল লালগঞ্জ (Lalgaunj)। দক্ষিণ ২৪ পরগনার জেলার মধ্যে পড়ে এই এলাকা। শহর কলকাতা থেকে এর দূরত্ব মেরেকেটে ১৩০ কিলোমিটারের মতো। দিঘা (Digha), পুরী (Puri), মন্দারমণি (Mandarmani), তাজপুর (Tajpur), শঙ্করপুর (Shankarpur), বকখালি গিয়ে গিয়ে যাঁরা ক্লান্ত হয়ে গেছেন, তাঁরা পাড়ি জমাতেই পাড়েন বঙ্গোপসাগরের অপূর্ব এই পাড়ে।

আরও পড়ুন- মন্ত্রমুগ্ধকর প্রান্তে চোখ জুড়নো শোভা! শীতে বেড়ানোর সেরা বাজি বাংলার এই পাহাড়ি গ্রাম

সপ্তাহান্তে ছুটি (Weekend Trip) কাটাতে বা দিন দু'য়েকের অবসরজাপনে এই জায়গা একেবারে পারফেক্ট চয়েজ। নামখানার কাছেই রয়েছে এই লালগঞ্জ সমুদ্র সৈকত (Lalgaunj Sea Beach)। বঙ্গোপসাগরের পাড়ের চিত্তাকর্ষক শোভা আপনার হৃদয় জুড়োবেই। অপরূপ এই সাগরতটে লাল কাঁকড়ার সমাহার দেখতে পাবেন। সাদা বালির ফাঁক থেকে উঁকি দেয় কাঁকড়ার দল। বিচ বরাবার রয়েছে ঝাউবনের সারি, একটু দূরে তাকালেই ম্যানগ্রোভের ঘন জঙ্গল। সব মিলিয়ে অফবিট এই স্পটটির প্রাকৃতিক পরিবেশ ঠিক লেখনীর মাধ্যমে প্রকাশ করা বেশ কঠিন।

আরও পড়ুন- পাহাড়-নদীর অপরূপ মেলবন্ধন! উত্তরবঙ্গের এপ্রান্তের চিত্তাকর্ষক শোভা ভাষায় প্রকাশ কঠিন

সকাল-সন্ধে লালগঞ্জ সি বিচ ধরে হেঁটে বঙ্গোপসাগরের ফুরফুরে হাওয়া গায়ে মাখার সুযোগ পাবেন। দিনভর শুনবেন সমুদ্রে গর্জন। সমুদ্রের পাড়েই রয়েছে বেশ কয়েকটি মাছ ভাজার দোকান। চাইলে সামুদ্রিক মাছও খেয়ে তৃপ্ত হওয়ার সুযোগ রয়েছে। বিকেলে নদীর পাড়ে বসেই শুনুন সমুদ্রে ঢেউয়ের গর্জন। ভাঁটার সময় এখানকার সমুদ্র অনেকটা পিছিয়ে যায়।

আরও পড়ুন- বেড়ানোর মন্ত্রমুগ্ধকর অভিজ্ঞতা হবে! উত্তরবঙ্গের এপ্রান্তের অসাধারণ শোভা মন ভরিয়ে তুলবে

কীভাবে যাবেন লালগঞ্জে…

কলকাতার দিক থেকে গেলে ট্রেন ধরে নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে শিয়ালদহ দক্ষিণ শাখার প্ল্যাটফর্ম থেকে নামখানা লোকাল ধরতে হবে। নামখানা স্টেশনে নেমে সেখান থেকেই লালগঞ্জ যাওয়ার সরাসরি অটো কিংবা টোটো পেয়ে যাবেন। কলকাতার দিক থেকে গাড়িতে গেলে ডায়মন্ড হারবার রোড ধরে নিন।

আরও পড়ুন- মায়াবী শোভায় সোনালী এই সি-বিচ এককথায় অসাধারণ! অপরূপ সমুদ্রতটটি কলকাতার কাছেই

লালগঞ্জে থাকবেন কোথায়?

এখানে সমুদ্রের পাড়ে টেন্ট পেয়ে যাবেন থাকার জন্য। টু বেড-ফোর বেড বা তারও বেশি লোকের থাকার জন্য টেন্ট রয়েছে। থাকা-খাওয়া হিসেবে এখানে খরচ নেওয়া হয়। জন প্রতি মোটামুটি ১২০০-১৫০০ টাকার মধ্যে খরচ পড়বে। ডাবল বেড, ফোর বেডের টেন্ট পেয়ে যাবেন থাকার জন্য।

আরও পড়ুন- এককথায় অনবদ্য! কলকাতার কাছেই অপূর্ব এই সমুদ্র সৈকতের অসাধারণ সৌন্দর্য্য মন জুড়োবেই

লালগঞ্জে থাকার ঠিকানা…

Lalgaunj Ghare Baire Beach Stay: 9331857090/9831672365

West Bengal Weekend Tour Offbeat Holiday Destination Lalgaunj Lalgaunj Sea Beach
Advertisment