Advertisment

বাংলার ১৬ জেলায় ডিজেলের সেঞ্চুরি, ঊর্ধ্বমুখী পেট্রলের দামও

গত দু'দিনের বিরতির পর বুধবার ফের বাড়ল জ্বালানির দাম।

author-image
IE Bangla Web Desk
New Update
ট্যাক্সের বোঝা ঠেলে সেঞ্চুরি হাঁকিয়েছে জ্বালানি! কেন্দ্রের শুল্ক ছাড়ে কি সুরাহা মিলবে?

প্রতীকী ছবি

গত দু'দিনের বিরতির পর বুধবার ফের বাড়ল জ্বালানির দাম। মভ্হলবার মধ্যরাত থেকে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৩৪ ও ৩৫ পয়সা। এর ফলে রাজ্যের ১৬ জেলায় প্রতি লিটার ডিজেলের দাম সেঞ্চুরি পার করেছে।

Advertisment

বুধবার কলকাতায় পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৮ টাকা ৪৫ পয়সা। ১০০-র দোরগোরায় ডিজেল। তিলোত্তমায় প্রতি লিটার ডিজেলের দাম ৯৯ টাকা ৭৮ পয়সা।

এখনও পর্যন্ত বাংলায় দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনায় লিটার প্রতি ডিজেলের দাম ১০০ ছাড়িয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। তার জেরে ভারতের বাজারেও ক্রমাগত বেড়ে চলেছে জ্বালানির দাম। সঙ্গে রয়েছে কেন্দ্র ও রাজ্যের আরোপিত কর। পরিসংখ্যান অনুযায়ী, গত দেড় মাসে এ দেশে লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে প্রায় ৩৬ টাকা। ডিজেরে দাম প্রতি লিটারে বেড়েছে ২৬ টাকার বেশি।

পেট্রোপণ্যের দাম বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী। উথসবের মাঝে দাম বৃদ্ধির জেরে নাভিশ্বাস অবস্থা আম আদমির।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Petrol-Diesel price Hike Petrol price diesel price india Petrol-Diesel Price Today petrol diesel india petrol diesel price
Advertisment