SSC Recruitment Case Verdict: 'এমন রায়ের আঁচ আগেই পেয়েছিলেন', SSC-র সুপ্রিম সিদ্ধান্তের পর কী বললেন বিকাশ ভট্টাচার্য?

WB SSC Recruitment Scam Case: কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রয়েছে সুপ্রিম কোর্টেও। ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেলই বাতিল করেছিল হাইকোর্ট। সেই নির্দেশই কার্যকর রাখল শীর্ষ আদালত।

WB SSC Recruitment Scam Case: কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রয়েছে সুপ্রিম কোর্টেও। ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেলই বাতিল করেছিল হাইকোর্ট। সেই নির্দেশই কার্যকর রাখল শীর্ষ আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal SSC recruitment Scam Verdict: SSC Recruitment Case Bikash Ranjan Bhattacharya reaction

SSC Recruitment Case Verdict: সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ২৬ হাজার চাকরি বাতিল। কী বলছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য?

SSC Verdict News Update: কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই বাতিল করেছে শীর্ষ আদালত। এমনটা যে হতে পারে এর আঁচ যেন আগেভাগেই পেয়েছিলেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য (Bikash Bhattacharya)। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়ার মামলায় ঐতিহাসিক রায়দানের পর কী বললেন বর্ষীয়ান আইনজীবী?

Advertisment

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার মূল মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বৃহস্পতিবার এসএসসি নিয়োগ মামলার চূড়ান্ত রায়দানের পর সংবাদমাধ্যমে তিনি বলেন, "এক কথায় কলকাতা হাইকোর্ট এর আগে যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই রায়ই বহাল রাখল। এই রায়ে এটা স্পষ্ট হয়েছে যে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন তারা আসলে চাকরি পাওয়ার যোগ্যই নন। দুর্নীতি করে বা বেআইনিভাবে চাকরি পেলে টাকা তো ফেরাতেই হবে।"

এরই পাশাপাশি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বলেছেন, "গোটা প্রচেষ্টাটাই ছিল দুর্নীতিমূলক। যারা যোগ্য তারাও নিজেদের অজান্তেই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। সাংবিধানিক স্বচ্ছতা না থাকলে যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা অসম্ভব। নতুন করে নিয়োগ প্রক্রিয়া হোক এবং তাতে দুর্নীতি যেন না হয় সেটা দেখা উচিত। যাদের বিরুদ্ধে কোনও অভিযোগ আসেনি তাদের টাকা ফেরাতে হবে না, তবে বাকিদের টাকা ফেরাতে হবে।"

আরও পড়ুন- West Bengal News Live: 'যোগ্য-অযোগ্যদের কেন কোর্টের সামনে আলাদা করে দিলেন না?', মুখ্যমন্ত্রীকেই দুষে সোচ্চার BJP

Advertisment

নতুন নিয়োগ প্রক্রিয়া আগামী ৩ মাসের মধ্যে শুরুর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়ায় কারা কারা অংশ নেওয়ার সুযোগ পাবেন? এ প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমকে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, "যারা ২০১৬ সালে পরীক্ষায় বসেছিলেন তারাই বসবেন আবার। সিলেকশন প্রসেস শুরুর সময় সেখানে যারা অংশ নিয়েছিলেন তারাই এবারও অংশ নিতে পারবেন। নতুন কোনও চাকরিপ্রার্থী এক্ষেত্রে অংশ নিতে পারবেন না। বয়সের ক্ষেত্রেও কোনও অসুবিধা হবে না।" 

আরও পড়ুন- SSC Recruitment Case Verdict: SSC-র পুরো প্যানেলই বাতিল সুপ্রিম কোর্টের, চাকরি গেল প্রায় ২৬ হাজার শিক্ষকের

SSC Recruitment Case Verdict WB SSC Scam SSC supreme court news of west bengal news in west bengal Bengali News Today