ত্বকে টান ধরছে। শীত যে পড়ছে ভালো মতো টের পাচ্ছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারাও। একধাক্কায় পারদ তো এবার ১৯-এর নীচে নেমে গেছে। এবছর এই প্রথম কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ১৯ ডিগ্রির নীচে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য বলছে, রবিবার কলকাকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কবে থেকে জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যজুড়ে? কী তথ্য জানাচ্ছে আবহাওয়া দফতর?
গুটি গুটি পায়ে গোটা বঙ্গে পাড়ি জমাচ্ছে শীত। একধাক্কায় কলকতার পারদ নেমে গেছে ১৯ ডিগ্রির নীচে। ছুটির রবিবারের সকালটা শহর কলকাতায় ভরা হেমন্তে শীতের আমেজ ভালোই টের পাওয়া গেছে। আবহাওয়া দফতপর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন কয়েক তাপমাত্রার বিশেষ রদবদল হবে না।
আরও পড়ুন- অখিল বচন: রাজ্যের আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কি বললেন?
বরং রাতের দিকে আরও খানিকটা তাপমাত্রা কমে যেতে পারে। জাঁকিয়ে শীত কবে থেকে পড়বে? এবিষয়ে এখন থেকেই স্পষ্ট করে কিছু জানাতে পারেনি আবহাওয়া দফতর। তবে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের অনুভূতি তীব্র হবে। শহর থেকে জেলা হু হু করে বাড়বে ঠাণ্ডা।
আরও পড়ুন- অখিলে চটে লাল জাতীয় মহিলা কমিশন! তৃণমূলের মন্ত্রীর বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ
রবিবার শহর কলকাতার পাশাপাশি পারদ নেমেছে জেলাগুলিতেও। এদিন শিল্পশহর আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে ১৩.৭ ডিগ্রি। বাঁকুড়ার তাপমাত্রা নেমেছে ১৫.৯ ডিগ্রিতে। একইভাবে বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি, কোচবিহার ১৬.৮ ডিগ্রি, শান্তিনিকেতন ১৪.৪ ডিগ্রি। ঠাণ্ডায় কাঁপছে পাহাড়নগরী দার্জিলিং। আজ দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে। কালিম্পঙের তাপমাত্রা কমে হয়েছে ১২.৫ ডিগ্রি।