Hina Khan-Cancer: অভিনেত্রী হিনা খান ক্যান্সারে আক্রান্ত একথা অনেকেই জানেন। তিনি স্টেজ ৩ ব্রেস্ট ক্যানসারের কথা জানতে পেরেই যেন আকাশ থেকে পড়েছিলেন। কিন্তু, নিজেকে শান্ত রাখতে যা সম্ভব তাই করেছেন হিনা। অভিনেত্রী, নিজের প্রথম চুল কাটা থেকে কেমোথেরাপি সবটাই তাঁর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন।
তবে, তিনি এও জানিয়েছিলেন, এখনও অনেক কিছু সকলকে জানানো বাকি। যন্ত্রণা, মানসিক অবসাদ সবকিছুকে তোয়াক্কা না করে হিনা কিন্তু গোটা সময়টা বেশ নিজের মত করেই গুছিয়ে নিয়েছিলেন। শুধু তাই নয়, তাঁকে দেখা গিয়েছিল, মণীশ মালহোত্রার শোয়ে হেঁটেছিলেন তিনি। ভেঙে পড়েছিলেন মানসিকভাবে কিন্তু কাউকে বুঝতে দেননি। তাই তো, সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি ভগবানের কাছে আক্ষেপ করেন?
হিনা সোজা সাপটা নিজের উত্তর দেন ক্যানসার এমন একটা রোগ, যা মানুষকে শরীরের সঙ্গে সঙ্গে মনের দিক থেকেও দুর্বল করে তোলে। কিন্তু, তাতে কী? হিনা সত্যিই শের খান। তাঁর যা মনের জোর। আর এত কিছুর পরেও ঈশ্বরের কাছে তিনি কোনোদিন প্রশ্ন করেননি। এমনকি, তাঁর ভক্তরা তাঁর রোগ এবং শরীর খারাপের খবর পেয়ে থেকেই নানাভাবে প্রার্থনা করেছেন। তাই তো ঈশ্বরের প্রতি আক্ষেপ শুনে অভিনেত্রী বললেন...
"কখনও কখনও আপনি যখন একা থাকেন, তখন আপনার মাথায় ঘুরতে থাকে, আপনার অন্তর আত্মা বলতে থাকে, যে এই যে আপনি এত্ত কাজ করছেন, আপনার কাজের জন্য মানুষ আপনাকে ভালবাসে। আপনি যাই করছেন, তাঁরা আপনার জন্য প্রার্থনা করছেন। লোকেরা আপনার জন্য পাগল হয়ে উঠছেন। আপনার জন্য পুজো করছেন, মন্দির মসজিদে যাচ্ছেন। তাহলে? যখন এই নিয়ে প্রশ্ন করছেন না, তাহলে অসুস্থ হলেই কেন? এই প্রশ্নটা তো করা উচিত না।"
উল্লেখ্য, হিনা এখন অনেকটাই ভাল আছেন। যদিও বা অভিনেত্রী, নিজের কাজ করে চলেছেন বহাল তবিয়তে। হাসপাতালে যেমন তাঁর ট্রিটমেন্ট চলছে। তেমনই নিজের প্রতিশ্রুতি রাখতে ভুলছেন না তিনি।