Advertisment
Presenting Partner
Desktop GIF

ক্ষমতার বেড়াজালে ভূতপূর্ব মানুষের মূল্যায়ন 'ভবিষ্যতের ভূত'

চারপাশে ঘটমান বর্তমান আর অতীতকে দেখালেন অনীক দত্ত। রাজনীতি থেকে সমাজ, মিডিয়া থেকে বিনোদন - পশ্চিমবঙ্গের এখন-তখনকে প্রকাশ্যে আনলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
bhobishyoter-bhoot

মানুষের বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করছে ভূতেরা।

ছবি- ভবিষ্যতের ভূত

Advertisment

পরিচালনা - অনীক দত্ত

অভিনয়- সব্যসাচী চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, বরুন চন্দ

রেটিং-  ৩.৫/৫

সাম্প্রতিক অতীতে এত স্পষ্ট কথা খুব কম পরিচালককেই বলতে দেখেছে টলিউড। দেশ, রাজ্য, বাম, ডান কোনও কিছুই বাদ যায়নি চিত্রনাট্য থেকে। ভূতেদের অস্তিত্ব সংকটের আড়ালে আমাদের চারপাশে ঘটমান বর্তমান আর অতীতকে দেখালেন অনীক দত্ত। রাজনীতি থেকে সমাজ, মিডিয়া থেকে বিনোদন - পশ্চিমবঙ্গের এখন-তখনকে প্রকাশ্যে আনলেন। জোরালো সংলাপে ভূতেদের বলতে শোনা গেল সবটা। সিক্যুয়েল দাবী না করলেও 'কদলীবালা'র কিছু সময়ের উপস্থিতি আপনাকে সে স্বাদ থেকে বঞ্চিত করবে না। ছবির প্রত্যেকটা মোড়কে চমক অপেক্ষা করছে, একটু অন্যমনস্ক হলেই মিস। এক একটি মূহুর্তে তাঁর মতো করে দশর্কের জ্ঞানচক্ষু খুলে দিতে চেয়েছেন পরিচালক।

তবে এই ছবি নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলকে নিয়ে কথা বলেছে এমনটা নয়। এখানে যেমন পুরোনো ধাঁচের কমিউনিস্ট আছেন, তেমনি আছেন ভাতে মারতে চাওয়া নেতা। আছে 'ট্যাকখোঁশ' অ্যাপ, ক্যাবারে ডান্সার, সাংবাদিক। কম্পিউটারের জমানায় টাইপরাইটারের প্রয়োজন ফুরিয়েছে, শ্রেণি সংগ্রাম আর ভোটের অঙ্কের মধ্যে এসেছে কালো টাকা, স্ক্যাম, ধর্ষন, সিনেমাফিয়া, মঞ্চ থেকে মাচা, ফ্লেক্স থেকে সেক্স, সবটা। এমন ভূত আছে যে যৌবন ধরে রেখেই ভূত হয়েছে, আবার এমন আছে যার বিদ্রোহের নামেই রক্ত গরম হয়ে যায়। আর এরা সবাই ঠাঁই পায় পুরোনো সিনেমা হলে।

bhobisyoter bhoot ভবিষ্যতের ভূত ছবির প্রিমিয়ারে পরিচালক ও কলা-কুশলীরা। ফোট- অ্যাডভার্ব

আরও পড়ুন, ‘এক্স রে – সিলেক্টেড সত্যজিৎ শর্টস’ নিয়ে ফ্লোরে টলিউডের ফার্স্ট বয়

মানুষের বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করছে ভূতেরা। লড়াইয়ের 'সেভেন সামুরাই'এর সন্ধান দিয়েছেন ভূতেদের সিধূ জ্যাঠা।  বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষদের মতো অভিনেতারা জীবন্ত করেছেন ছবিকে। তবে মনসংযোগ হারালে এত চরিত্র গুলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষ করে উল্লেখ করতে হয় সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্রের কথা। তবে অনেকদিন পর কোনও ছবির চিত্রনাট্যের কারণে পর্দা থেকে চোখ ফেরাতে পারা গেল না। ছবির কমিক রিলিফ অনবদ্য।

রিয়্যাল আর ডিজিটাল জগতের সহাবস্থানে মানুষ ভগবানকে ভয় না পাক, ভূতে নিশ্চয়ই আস্থা রাখবে। সেই ভরসা রেখেছেন খোদ পরিচালকও। পলিটিক্যাল স্যাটায়ার বলুন বা মানুষের পার্সপেকটিভ, কার্য-কারণের ফর্মুলায় জীবিত-মৃত একাকার করবে 'ভবিষ্যতের ভূত'।

tollywood
Advertisment