বয়কট গ্যাং-ই 'পাঠানে'র সফলতার কারণ? কিং খানের পরিশ্রমকে হাওয়ায় ওড়ালেন পরিচালক!

কিং খানের সব পরিশ্রমই ফিকে, কাদের সঙ্গ দিলেন পরিচালক?

কিং খানের সব পরিশ্রমই ফিকে, কাদের সঙ্গ দিলেন পরিচালক?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pathaan, pathaan srk, pathaan box office, vivek agnihotri, pathaan srk box office collection

পাঠানের সাফল্যের কৃতিত্ব কার?

শাহরুখের পাঠান ঝড়ে তোলপাড় গোটা দেশ। বক্স অফিসে কামাল করে দিয়েছে এই ছবি। ছবির প্রমোশন থেকে মার্কেটিং সবকিছুই একাহাতে সামলেছেন শাহরুখ। তবে, শুরু থেকেই বিতর্ক ছিল তুঙ্গে! কখনও বেশরম রং গানের পোশাক ঘিরে বিতর্ক আবার কখনও ছবির সংলাপকে ঘিরে। কিন্তু শাহরুখের এই সাফল্যকে শুধুই তাঁর একার নয় বরং আরও একদলের বলেই দাবি করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রি।

Advertisment

গতবছর, কাশ্মীর ফাইলসের জেরে সাফল্য এবং বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। পরিচালকের কথায়, ভারতের এক অজানা এবং গা ছমছমে ইতিহাস তিনি তুলে ধরেছেন। পাঠান নিয়ে যখন বিরাট শোরগোল, তখন পরিচালক বেশরম রং গানের ভিডিও শেয়ার করে রসিকতার সুরে লিখেছিলেন, এই গান বলিউড বিরোধী। তবে, এবার পাঠানের সাফল্যের পেছনে শাহরুখ ছাড়া রয়েছে আরও কারওর অবদান। পরিচালক বললেন...

আরও পড়ুন < মেয়েলি কণ্ঠে ‘পাঠান’ শাহরুখকে ফোন আয়ুষ্মানের, করলেন ‘ফ্লার্ট’ও.. ধরতেই পারলেন না কিং খান? >

"শাহরুখ গোটা ছবিটার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। কিন্তু কিং খান নিজে ছাড়াও এই ছবির সফলতার পেছনে যাদের ভূমিকা অনন্য তাঁরা হল বয়কট গ্যাং! এরা এত বোকা বোকা মন্তব্য করেছে। পুরনো বয়কট গ্যাং এর মত এরা নয়, এরা সবকিছুই বয়কট করতে চায়। এই ছবির ক্ষেত্রে যাদের দেখলাম তাঁরা নতুন। এরা ভাঙচুর করে, পোস্টার পুড়িয়ে দেয়। এইধরনের কান্ডকারখানা আরও ছবিটাকে পৌঁছে দিয়েছে সকলের কাছে। ছবির প্রচারও হয়েছে"।

Advertisment

শাহরুখ ফ্যানদের ধন্য ধন্য করছে গোটা বলিউড। কিং খানের এই ছবিকে হাজার কোটির দোরগোড়ায় নিয়ে দাঁড় করিয়েছেন শাহরুখ ভক্তরা। যেদিন থেকে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেদিন থেকেই এই ছবিকে নিয়ে আরও উত্তেজিত হয়ে পড়েছেন শাহরুখ ভক্তরা। ছবি রিলিজের দিন থেকেই শহরে শহরে শাহরুখ ফ্যানদের উচ্ছাস। মালা পড়ানো থেকে ব্যান্ড বাজিয়ে নাচ গান... এখনও পাঠান দেখতে দৌড়াচ্ছেন তাঁর ভক্তরা।

bollywood SRK Birthday Pathaan Vivek Agnihotri