এই বছর মা হয়েছেন অনেক অভিনেত্রীরা। তাঁদের মধ্যে দীপিকা পাড়ুকোন, সোনালী শেইগেল অন্যতম। সন্তানের মুখ দেখে আহ্লাদে আটখানা তাঁরা। কিন্তু, এবার কিয়ারা আদবানিকে নিয়ে শোরগোল। সকলেই ধরে নিয়েছেন খুব শীঘ্রই হয়তো বা সুখবর দিতে চলেছেন। কিন্তু কেন? অভিনেত্রী কি এমন কোনও ইঙ্গিত দিয়েছেন?
বছর দুয়েক আগে সিদ্ধার্থের সঙ্গে বালির শহরে গাঁটছড়া বেঁধেছিলেন কীয়ারা। তারপর থেকে সুখী দাম্পত্যের ঝলক মিলেছে সবসময়। নানা সময় বরের বাহুডোরে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। এবারও তাঁর ব্যতিক্রম না। ক্রিসমাস উপলক্ষ্যে তাঁরা উদযাপনে মেতেছিলেন। বরকে জড়িয়ে ধরে তাঁকে উৎসবে মেতে থাকতে দেখা গিয়েছিল। কিন্তু এখানেই হয়েছে মুশকিল।
তারকাদের পোশাক নিয়ে সবসময় আলোচনা হয়ে থাকে। বিশেষ করে তারকারা কী করছেন, কী পড়ছেন সেই নিয়ে নানা কটাক্ষ থেকে প্রশংসা সবটাই শুনতে হয়। এবারও তাঁকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। কানাঘুষো খবর, তিনি নাকি অন্তঃসত্বা! এও সত্যি? অভিনেত্রী নিজে কিছু জানিয়েছেন? সমাজ মাধ্যমে এই নিয়ে পোস্ট নেই। কিন্তু তাঁর পোশাক দেখে অনেকেই ইঙ্গিত করে নিয়েছেন। আসলে ঘটেছে কী?
/indian-express-bangla/media/post_attachments/a486fee7-1fa.jpg)
কিয়ারা সাদা কালো পলকা ডটস এর একটি পোশাক পরেছেন এবং বরকে জড়িয়ে ধরে বছরের শেষে আনন্দে মেতেছেন। কিন্তু, এই পোশাককে প্রেগন্যান্সি ড্রেস হিসেবেও ধরা হয়। অনুষ্কা শর্মার পাশাপাশি করিনা কাপুর এই পোশকার অন্তঃসত্বা অবস্থায় হাজির হয়েছিলেন। দেখা গিয়েছিল আলিয়াকেও। তাই বেশিরভাগ ধরে নিয়েছেন হয়তো বা কিয়ারা আদবানি অন্তঃসত্বা। সমাজ মাধ্যমে যে পোস্ট ভাইরাল তাতে মন্তব্যগুলো এমনই...
"কেউ কি খেয়াল করেছে কিয়ারার পোশাক। সাদা কালো পলকা ডটস। আমি কি যেটা ভাবছি সেটাই..."। আবার কেউ বললেন, এই পোশাকটা আমাদের কিছু বলতে চাইছে। আবার কেউ বললেন, তাহলে কি বড় সুখবর আসছে? ব্ল্যাক পলকা ডট ড্রেস তো... অনেকেই কপালে ভাঁজ ফেলেছেন নিজেদের উত্তর খোঁজার আশায়। যদিও অভিনেত্রীর এই নিয়ে কোনও মন্তব্য নেই।
কিন্তু, একথা অস্বীকার করার নয় যে দীপিকা পাড়ুকোন, যখন অন্তঃসত্বা অবস্থায় প্রথমবার শাড়ি পরে সকলের সামনে এসেছিলেন, তাঁর আগ পর্যন্ত তিনি তাঁর প্রেগন্যান্সি নিয়ে টু শব্দ করেননি, কিন্তু তাঁকে দেখে জনগণ বলেই দিয়েছিলেন যে দীপিকা মা হতে চলেছেন।