Singer Passed Away: দিনে দিনে যেন অল্প বয়সেই চলে যাচ্ছেন একের পর এক তারকা। ভারত তো বটেই তবে, দেশের বাইরেও মৃত্যুমিছিল অব্যাহত। মানসিক চাপ নাকি অন্য কোনও বিষয়? কী কারণে মৃত্যুর হাড় তাও মাঝ বয়সে এত বাড়ছে? প্রশ্ন উঠছে অনেক।
কিছুদিন আগেই সেখানে প্রাণ গিয়েছিল বছর ২৪ এর এক গায়িকার। আর এবার জানা যাচ্ছে অল্প বয়সেই চলে গেলেন আরেক তারকা শিল্পী। দক্ষিণ কোরিয়ার গায়ক ও গীতিকার হুইসাংকে কোরিয়ার উত্তরাঞ্চলে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বয়স হয়েছিল ৪৩ বছর।
স্থানীয় বিনোদন বিষয়ক ওয়েবসাইট সুম্পির তথ্য অনুযায়ী, পরিবারের কাছ থেকে খবর, সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে কোরিয়ান সময় অনুযায়ী, গায়কের বাড়িতে হাজির হয় পুলিশ ও দমকল বাহিনী। কর্তৃপক্ষ বর্তমানে শিল্পীর মৃত্যুর কারণ অনুসন্ধান করছে। তাঁর পুরো নাম চোই হুই-সাং।
হুইসাংয়ের ট্যালেন্ট এজেন্সি তাজয় এন্টারটেইনমেন্টও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি জারি করেছে। "এমন হৃদয়বিদারক ও দুঃখজনক সংবাদ শেয়ার করতে পেরে আমরা গভীরভাবে দুঃখিত। ১০ মার্চ আমাদের প্রিয় শিল্পী হুইসাং মারা যান।" সিউলে তার বাড়িতে তাকে কার্ডিয়াক অ্যারেস্ট অবস্থায় পাওয়া যায় এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
সংস্থার তরফে জানানো হয়েছে, তাঁর পরিবার হুইসুংকে সমর্থন করেছে এবং ভালবাসে। আমরা অনুরোধ করছি যে তাকে আপনার চিন্তাভাবনা এবং প্রার্থনায় রাখুন যাতে তিনি শান্তিতে চিরঘুমে বিশ্রাম নিতে পারেন। সংস্থাটি জনগণকে "তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি যাচাই না করা গুজব বা অনুমানমূলক প্রতিবেদন" থেকে দূরে থাকতে বলেছে।