Ott Release in April: এপ্রিলে যেমন বেশ কিছু ছবি হলে রিলিজ করছে, ঠিক তেমনই OTT platforms এ রিলিজ করছে বেশ কিছু ওয়েব সিরিজ এবং সিনেমা। শুধু যে হিন্দি কিংবা দেশীয় এমন না, বরং রিলিজ করছে আরও অনেকগুলো সিরিজ। কোরিয়ান হোক কিংবা ইংরেজি ভাষার। কোন কোন সিরিজগুলো দেখা যেতে পারে এবার?
টেস্ট: এটি একটি তামিল স্পোর্টস ড্রামা। এবং এই সিনেমায় অভিনয় করেছেন মাধবন, নয়নতারা এবং অন্যান্য। একটি ক্রিকেট ম্যাচ এবং তিনজনের জীবন - কীভাবে সবটা পাল্টে গেল, সেই গল্পই দেখা যাবে এই ছবিতে। Netfilx এ দেখা যাবে এই সিনেমা।
কিংস্টন: এটি একটি ফ্যান্টাসি হরর ফিল্ম। এবং এই ছবি একজন সি স্মাগলারের জীবনের ওপর আধারিত। যে একটি গ্রামকে অভিশাপ থেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুপার ন্যাচারাল এলিমেন্ট দিয়ে ভর্তি এই সিরিজ। তাই অনেকেরই পছন্দ হতে পারে। এপ্রিলের ১৩ তারিখ থেকে দেখা যাবে Zee 5 এ।
পালস: এটি একটি ইংরেজি ভাষার ড্রামা। ড্যানিয়েল সিমস, যিনি হঠাৎ করেই মিয়ামির একটি ব্যস্ত ট্রমা সেন্টারে প্রধান আবাসিক হিসেবে জায়গা পেয়েছেন, তাকে একটি আবাসিক দলের নেতৃত্ব দিতে হবে, কঠিন জরুরি অবস্থা মোকাবেলা করতে হবে এবং ব্যক্তিগত সংগ্রামের মুখোমুখি হতে হবে। এই সিরিজ দেখা যাবে Netflix এ।
কর্মা: এই কোরিয়ান ছবি নিয়ে নানা আলোচনা হচ্ছে। কারণ, ছবির গল্প। মানুষ নিজে থেকেই এমন সব সম্পর্কে জড়িয়ে পড়ছে, যেকারনে তাঁরা একে অপরের ক্ষতি করে ফেলছেন। নিজেদের ভাল রাখার জন্যই তাঁদের এহেন কান্ডকীর্তি। ফলাফল, সেটা তো সিনেমার শেষে দেখা যাবে। দেখা যাবে Netflix এ।
চমক - দ্যা কনক্লুশন: এই ড্রামা একজন এমন মিউজিক্যাল ব্যক্তিত্বকে ঘিরে, যিনি তাঁর জীবনের শুরু থেকে শেষ সঙ্গীতকে দিয়েছেন। দেখা যাবে ZEE 5 এ।