JOJO : বন্দুকের বুলেট খেয়ে মারাত্মক কাণ্ড! তড়িঘড়ি হাসপাতালে জোজোর ছেলে, কেমন আছে আদি?

jojo Son : রাতের খাবার পর খেলনা বন্দুকের বুলেট খেয়ে ফেলে জোজোর ছেলে আদি। হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় তাকে। কেমন আছে আদি, জানালেন জোজো।

jojo Son : রাতের খাবার পর খেলনা বন্দুকের বুলেট খেয়ে ফেলে জোজোর ছেলে আদি। হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় তাকে। কেমন আছে আদি, জানালেন জোজো।

author-image
Kasturi Kundu
New Update
বন্দুকের বুলেট খেয়ে মারাত্মক কাণ্ড!

বন্দুকের বুলেট খেয়ে মারাত্মক কাণ্ড!

Jojo Son  Incident : 'মিস জোজো' বলেই সকলের কাছে পরিচিত বিশিষ্ট সঙ্গীতশিল্পী জোজো। নিজের মেয়ে থাকতেও আদিকে দত্তক নিয়েছেন। এই নিয়ে অনেক কটাক্ষেরও শিকার হয়েছেন। তবে সেসব মোটেই গায়ে মাখেন না জোজো। দত্তক সন্তানকে গর্ভের সন্তানের মতোই স্নেহ-যত্নে আগলে রাখেন। সন্তানের যখন কোনও কষ্ট হয় তখন মায়ের বুক যে কষ্টে ফেটে যায় সে কথা আলাদা করে বলার অপেক্ষাই রাখে না। জোজোর ছেলে ঘটিয়েছিল মারাত্মক কাণ্ড। যা শুনলে শিউরে উঠবেন। 

Advertisment


ছেলের ছবি পোস্ট করে জোজো সেই ভয়ংকর ঘটনাকর কথা শেয়ার করেছেন। কী করেছেন জোজোর ছোট্ট ছেলে? রাতের খাবার শেষে বন্দুকের বুলেট খেয়ে ফেলেছিল। হাসপাতালে বমির সঙ্গে সেটি বাইরে আসে। ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে থাকা ছবি পোস্ট করে জোজো লেখেন, 'তিনি উঠেছেন ঘুম থেকে। এখন আগের থেকে একটু ভাল আছে। কাল ডিনারের সঙ্গে খেলনা বন্দুকের বুলেট খেয়েছিলেন লুকিয়ে। হাসপাতালে বমির সঙ্গে সেটা বের করে দিয়ে এখন একটু স্বস্তি পেয়েছেন।' 


শুক্রের সকালে মিস জোজো আরও একটু পোস্ট শেয়ার করেন। সকলকে সুপ্রভাত জানিয়ে লেখা শুরু করেন গায়িকা। ধন্যবাদ জানিয়ে জোজো লেখেন, 'গতকাল রাতে আদির আমাদের ইমার্জেন্সি পরিস্থিতিতে পিয়ারলেস হাসপাতাল যেভাবে পাশে থেকেছে আমি কৃতজ্ঞ। সকলকে ধন্যবাদ জানানোর জন্য আমি সোশ্যাল মিডিয়া, এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি। আপনাদের চিকিৎসকদের অনেক অনেক ধন্যবাদ। আমার ছেলে এখন আগের থেকে অনেকটাই ভালো আছে।'


জোজোর পোস্ট দেখে নেটপাড়ার সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছে। অনেকেই কমেন্ট বক্সে জানতে চেয়েছেন এখন আদি কেমন আছে। কম-বেশি সকলের প্রশ্নেরই উত্তর দিয়েছেন গায়িকা। শিশুদিবসে ছেলে-মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে খানিক দুঃখপ্রকাশ করেছেন। কারণ কাজের চাপে সন্তানদের সঙ্গে থাকতে পারেননি জোজে। 

Advertisment


তিনি লেখেন, 'হ্যাপি চিল্ডরেন্স ডে আমার লাইফলাইন। আমি থাকতে পারছি না বলে খুব কষ্ট হচ্ছে। আজ আমি ভীষণ ব্যস্ত। তোমরা দুজনেই আমার হৃদয়ের টুকরো। তোমাদের জন্যই আমার শ্বাসপ্রশ্বাস চলে। মা তোমাদের খুব ভালোবাসে। ভগবান সকল শিশুদের আশীর্বাদ করুক'। সন্তানের প্রতি খুবই দায়িত্ববান জোজো। 


তাঁদের সম্পর্কে কেউ কোনও খারাপ মন্তব্য করলে একেবারে ফুঁসে ওঠেন জোজো। বেশ কয়েকদিন আগে ছেলের রূপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি কুরুচিকর মন্তব্য করেছিলেন। লাইভে এসে জোজোর হুঁশিয়ারি, যদি তিনি মিস জোজো না হতেই ওই ব্যক্তির জিভ টেনে ছিঁড়ে নিতেন। 

Miss Jojo Singer Jojo tollywood news