অভিনেতাদের ব্যাক্তিগত জীবনে কী হচ্ছে, এই নিয়ে চর্চা অনেকেই করেন। বিশেষ করে, তারকাদের প্রতিটা পদক্ষেপের দিকে নজর থাকে সকলের। সানি দেওলের ছেলে করণ দেওলের বিয়েতেও নজর তাক করে বসেছিলেন সকলে। কিন্তু...
Advertisment
হেমা এবং তাঁর কন্যারা সেই বিয়েতে আসেননি। তারপর থেকেই নানা গুঞ্জন। দুইই ধর্মেন্দ্রর পরিবার, কিন্তু শোনা যায় বাবার দ্বিতীয় বিয়ের পর থেকে বেজায় রেগে গিয়েছিলেন সানি। হেমার সঙ্গে তাঁর সম্পর্ক মোটেই ভাল ছিল না। সেকারণেই কি ভাইপোর এবং নাতির বিয়ে এড়িয়েছিলেন তারা? এবার, অভিনেতা সানি দেওলের মুখেই নিজের পরিবার প্রসঙ্গে বলতে শোনা গেল।
অভিনেতা চিরকালই খুব গম্ভীর স্বভাবের। কারণ, তিনি ব্যাক্তিগত জীবন প্রসঙ্গে কিছু বলতেই ভালবাসেন না। করণের শোয়ে এসেছিলেন তিনি। তারপরই, মুখ খুলতে দেখা গেল। ছেলের বিয়ে এবং গদর ২ এর সাফল্য সবকিছুই খোলা মনে আলোচনা করলেন। পাশে বসে ছিলেন ভাই ববি দেওল। তিনিই বাড়ির নতুন বউকে বাড়ির মেয়ে বলে সম্বোধন করলেন। বললেন...
ওই মেয়েটা আমাদের ভাগ্য বদলে দিয়েছে। ও যবে থেকে বিয়ে হয়ে এসেছে এটা বলার ভাষা নেই। আমার দাদা খুব খুশি। ওকে আমি আমার ভাইপোর বিয়েতে এত নাচতে দেখেছি আগে কখনও দেখিনি। এটা সবটাই ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু, এত আলোচনা? ছেলের বিয়েতে সৎ মা হেমার অনুপস্থিতি সঙ্গে বোনেরাও হাজির ছিলেন না সেই অনুষ্ঠানে। সানি বললেন...
সবকিছুর ঊর্ধ্বে একটাই কথা। এশা অহনা আমার বোন। এই সত্যিটা আমি অস্বীকার করতে পারি না। গদর যখন সাফল্য পেল এশা বলল সাকসেস পার্টি দেবে। ওরা ভীষণ খুশি হয়েছিল। আমি ভাবলাম আদৌ কেউ আসবে? কিন্তু সবাই যেভাবে এল, আমায় ভালবাসা দিল আমি আপ্লুত। আমার বন্ধু এবং এশারা মিলেই সেটা আয়োজন করা হয়েছিল। সন্ধের পর দেখলাম সকলে এলেন। সত্যি বলছি খুব খুশি হয়েছিলাম।
শুধু তাই নয়। এই পার্টি ছাড়াও হেমা মালিনী নিজেও গদর ২ দেখতে গিয়েছিলেন। সিনেমা দেখে বেরিয়ে চূড়ান্ত প্রশংসা করেছিলেন তিনি। ফলে, বর্তমানে সম্পর্ক ভাল দিকে যাচ্ছে একথা বলাই বাহুল্য।