অভিনেতাদের রাজনীতিতে আসা কোনও নতুন ঘটনা নয়। বরং এই সময়ে সেসব ঘটনাই ঘটতে দেখা যায়। বিশেষ করে নির্বাচনের আগে পার্টিতে যোগ দেওয়ার ঘটনা হোক কিংবা পার্টি বদলের ঘটনা, সবই খুব স্বাভাবিক। আর এবার বিজয় থালাপতি ( Vijay Thalapathy ) ভয়ঙ্কর এক কাজ করেছেন..
Advertisment
তিনি থালাপতি নামেই বেশি জনপ্রিয়। দক্ষিণের এই তারকার ছবি দেখার জন্য মুখিয়ে থাকেন বেশিরভাগ। এবার, তিনি নিজের পলিটিকাল পার্টি স্থাপন করলেন! পুরোপুরি রাজনীতিতে যুড়লেন তিনি? কী লিখলেন সোশ্যাল মিডিয়ায়? সুখবর দিলেন, যে তাঁর ফ্যানক্লাবের হাত ধরেই তিনি রাজনীতিতে নামছেন।
অভিনেতা জানালেন, দীর্ঘ অনেকবছর ধরে তাঁর ফ্যানক্লাব একটি বেসরকারি একটি প্রতিষ্ঠান হিসেবে মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। কিন্তু, তারপরেও এটি সোশ্যাল কিংবা অর্থের দিক থেকে উন্নতি করতে পারছে না। ঠিক এই কারণেই, তাঁর একটি রাজনৈতিক ক্ষমতার প্রয়োজন। সেই কারণেই, এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন।
দলের নাম রেখেছেন Tamizhaga Vetri Kazhagam (TVK) ( তামিঝাগা ভেত্রী কাঝাগাম )। সামনেই শুরু হবে পার্টি সংগঠনের কাজ। আইনি যে প্রক্রিয়া সেটি শুরু হয়ে গিয়েছে। দলের লোগো, এবং কারা কোন পদ সামলাবেন সেটি ঠিক হয়েছে বৈঠকে। যেটি ২৫ জানুয়ারি সম্পন্ন হয়েছে। তিনি বলেন..
"২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং রাজ্যের জনগণ যে রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করে তা প্রদান করা আমাদের লক্ষ্য। নির্বাচন কমিশনের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার পর, লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর, আমাদের দলীয় আদর্শ, নীতি, দলীয় পতাকা এবং প্রতীক এবং তামিলনাড়ু রাজ্যের বৃদ্ধির জন্য পরিকল্পনা উপস্থাপন করে আমাদের যাত্রা শুরু হবে। আমরা আশা করছি, আপনারা আমাদের বিজয়ী ঘোষণা করবেন। নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করব রাজনীতিতে। এবং আমি জানি এটা কোনও খেলা না। রাজনীতির কিছু ভাগে অনেক অন্যায় লুকিয়ে আছে। সেটা মেটানোর চেষ্টা করব।"