Uttar Pradesh: থানার ভিতরে ভিন ধর্মের এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা উত্তর প্রদেশে। জানা গিয়েছে, সেই রাজ্যের কাশগঞ্জ জেলার বাসিন্দা পেশায় শ্রমিক আলতাফের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হিন্দু ধর্মালম্বী এক কিশোরী অপহরণের ঘটনায় কোতোয়ালি থানায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তারপরেই এই দেহ উদ্ধার ঘিরে শোরগোল। ঘটনার গুরুত্ব বুঝে তড়িঘড়ি তদন্ত নেমেছে জেলা পুলিশ।
কর্তব্যে গাফিলতির জন্য সেই থানার ৫ পুলিশকর্মীকে সাসপেন্ড করেছেন এসএসপি। সেই তালিকায় নাম রয়েছে স্টেশন হেডেরও। সোমবার স্থানীয় এক হাসপাতালের সামনে মৃতের পরিবার বিক্ষোভ প্রদর্শন করে। অভিযুক্ত পুলিশকর্মীদের শাস্তির দাবিতে সরব ছিলেন তাঁরা। সেই হাসপাতালেই ময়না তদন্ত হয়েছে মৃত যুবকের।
জেলা পুলিশ কর্তারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভ থামে। তবে অপ্রীতিকর পরিস্থিতি রোধে সতর্ক করা হয়েছে জেলা পুলিশকে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে দাবি, ‘গলায় দড়ি দেওয়ার ফলেই আলতাফের মৃত্যু হয়েছে।‘ যদিও যাকে ঘিরে এত ঘটনা, সেই কিশোরী এখনও নিখোঁজ। এমনটাই কোতোয়ালি থানা সূত্রে খবর।
জানা গিয়েছে, আলতাফ যে কারখানায় কাজ করতেন, সেই সংস্থার মালিকের মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে। আলতাফের বিরুদ্ধে সেই কিশোরীর বাবা আইপিসির একাধিক ধারায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের সত্যতা যাচাইয়ে ডেকে পাঠানো হয় ওই যুবককে।
জেলার এক পুলিশ কর্তা বলেছেন, ‘মঙ্গলবার সকালে থানায় গিয়ে হাজিরা দেন আলতাফ। সেই সময় শৌচাগার যাওয়ার নাম করে দীর্ঘক্ষণ অদৃশ্য হয়ে যান ওই যুবক। সন্দেহ হওয়ায় পুলিশকর্মীরা শৌচাগার গিয়ে দেখলে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।‘
যদিও আলতাফের পরিবারের অভিযোগ, ‘সোমবার থানার কয়েকজন পুলিশকর্মী বাড়ি এসে আলতাফের খোঁজ শুরু করে। কিশোরী নিখোঁজের ঘটনায় তাঁকে সন্দেহ করা হচ্ছে, এই জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আলতাফকে থানায় উপস্থিত হতে বলা হয়।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন