Guillain-Barre Syndrome: মহামারীর মতো পরিস্থিতির মুখোমুখি! পুনেতে গুলেন-বারে সিনড্রোমে আক্রান্তের সংখ্যা ১৩০ ছাড়িয়েছে।পাশাপাশি রাজ্যে ইতিমধ্যে GBS সিনড্রোমের বলি ২। ফলে আতঙ্ক বাড়ছে। সিন্ড্রোমের কারণে শেষ পাওয়া খবর অনুসারে ১৭ জন ভেন্টিলেটরে রয়েছেন । দেশের শীর্ষস্থানীয় ভাইরোলজিস্ট এবং নিউরো-বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে আরও ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে ।
পুনেতে গুলেন-বারে সিনড্রোম (GBS) এর ১৩০ টিরও বেশি ঘটনা রিপোর্ট করা হয়েছে, যার মধ্যে সোলাপুরে একজনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ১৭ জন ভেন্টিলেশেন সাপোর্টে রয়েছেন। বাংলাতেও অব্যাহত GBS সিনড্রোমের দাপট। ইতিমধ্যে এই স্নায়ুরোগে আক্রান্ত হয়েছে আমডাঙ্গা ও জগদ্দলের এক যুবক ও এক কিশোরের মৃত্যু হয়েছে। ফলে উদ্বেগ যেন বেড়েই চলেছে। ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে চিকিৎসকরা জনসাধারণকে খাদ্যাভ্যাসের প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
দিল্লির এইমসের চিকিৎসক ডাঃ প্রিয়াঙ্কা শেহরাওয়াত গ্যাস্ট্রোএন্টেরাইটিসকে জিবিএসের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। সেই সঙ্গে তিনি কিছু খাবার ও পানীয় সম্পর্কে মানুষকে সতর্ক করেছেন। ঠিক কী বলেছেন তিনি? নেটওয়ার্ক ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে দিল্লি এইমসের চিকিৎসক সাধারণ মানুষকে বাইরের খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে বাইরের পানীয় এড়িয়ে চলার বিষয়ে সচেতন করেছেন।
ডাঃ শেহরাওয়াত জানিয়েছেন,"পনির, বা দুগ্ধজাত আইটেম খাওয়ার আগে ভাল করে সেই খাবার যাচাইয়ের পরামর্শ দিয়েছেন। কারণ দুগ্ধজাত আটটেম সঠিকভাবে সংরক্ষণ না করলে তাতে ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য তিনি খাদ্যতালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন। গুলেন-বারে সিনড্রোম (GBS) একটি বিরল স্নায়ু রোগ। শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে শুরু করে পাকস্থলীর সমস্যা হতে পারে এই রোগে আক্রান্তদের। জিকা ভাইরাসের কারণেও জিবিএস হতে পারে।
জিবিএস-র লক্ষণ
গুলেন-বারে সিনড্রোম (GBS) পেশী অসাড়তা, দুর্বলতা এবং পক্ষাঘাতের মতো লক্ষণ দেখা দেয়, হাত ও পায়ে ঝিঁঝিঁ ধরার মত উপসর্গ দেখা দেয়। এর ফলে হাঁটাচলা, মুখ নড়াচড়া এবং শ্বাস-প্রশ্বাস নিতে অসুবিধা হতে পারে। তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার সেই সঙ্গে নিজের পরিবারের প্রতি অধিক যত্নবান হওয়া উচিৎ। তিনি আরও বলেন, দুই সপ্তাহের মধ্যে এই রোগের চিকিৎসা করাই ভাল।