Advertisment

মাঝ আকাশে ইঞ্জিনে ত্রুটি, ৩০০ যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ Air India বিমানের

তড়িঘড়ি বিমানের ইঞ্জিন পরীক্ষা করার পর সকল যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Air_India

৩০০ জন যাত্রীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার ইউএস-দিল্লি বিমানে চূড়ান্ত আতঙ্ক। হঠাৎ করেই বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। ইঞ্জিনে ‘ওয়েল লিকেজের’ কারণে  মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে ৩০০ জন যাত্রী সমেত স্টকহোম বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। বিমান বন্দর সূত্রে জানা গিয়েছে এই বিমানে থাকা সকল যাত্রীই নিরাপদে রয়েছেন এবং তাদের অন্য একটি বিমানে দিল্লি পাঠানোর প্রস্তুতি চলছে।

Advertisment

বিমানে যান্ত্রিক ত্রুটি। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে ‘ওয়েল লিকেজের’ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে সুইডেনের স্টকহোম বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭ বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়তেই বিমানের পাইলট এটিসি’র সঙ্গে যোগাযোগ করলে বিমানটিকে সুইডেনের স্টকহোম বিমানবন্দরে জরুরি অবতরণের নির্দেশ দেওয়া হয়। এরপর তড়িঘড়ি বিমানের ইঞ্জিন পরীক্ষা করার পর সকল যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়।

আরও পড়ুন: < ‘ইন্দিরা গান্ধী বাবাকে সচিব পদ থেকে সরিয়ে দেন’, স্মৃতির পাতায় ডুব দিয়ে বিস্ফোরক জয়শংকর >

এয়ার ইন্ডিয়া বর্তমানে অন্য একটি বিমানে যাত্রীদের দিল্লি পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এই বিমানে ৩০০ যাত্রী ছিলেন এবং এয়ার ইন্ডিয়া সূত্রে খবর সকল যাত্রীই নিরাপদে আছেন। এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণের সময় স্টকহোম বিমানবন্দরে দমকলের একাধিক ইঞ্জিন হাজির ছিল বলে জানা গিয়েছে।

USA delhi Air India
Advertisment