Advertisment

আসামে ফের এনআরসি, এবার সারা ভারতেও: অমিত শাহ

"এনআরসি প্রক্রিয়া সারা ভারতে লাগু হবে। কোনও ধর্মের মানুষেরই উদ্বেগের কোনও কারণ নেই, এটা এমন একটা প্রক্রিয়া যাতে সকলেই এনআরসির আওতায় আসতে পারেন।"

author-image
IE Bangla Web Desk
New Update
nrc, এনআরসি

মাথাচাড়া দিয়েছে এনআরসি আতঙ্ক। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।

আসামের আপডেটেড এনআরসিতে ধর্মের ভিত্তিতে বিভাজন হয়েছে এই সমালোচনার প্রেক্ষিতে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  তিনি বলেন আসাম সহ সর্বত্র এনআরসি প্রক্রিয়া লাগু হবে এবং সংসদে আশ্বাস দেন, ধর্ম নিরপেক্ষভাবেই ভারতের সব নাগরিক ওই তালিকায় স্থান পাবেন।

Advertisment

রাজ্যসভায় এদিন অমিত শাহ বলেন, "এনআরসি-তে ধর্মের নিরিখে বাদ দেবার কোনও বিধিই নেই। ভারতের নাগরিকরা সকলেই ধর্ম নির্বিশেষে এনআরসি তালিকায় স্থান পাবেন। এনআরসি নাগরিকত্ব সংশোধনী বিল থেকে আলাদা।"

আরও পড়ুন, আসাম এনআরসি নিয়ে কেন অসন্তুষ্ট বিজেপি, কেন তারা আগে ক্যাব চায়?

তিনি আরও বলেন, "এনআরসি প্রক্রিয়া সারা ভারতে লাগু হবে। কোনও ধর্মের মানুষেরই উদ্বেগের কোনও কারণ নেই, এটা এমন একটা প্রক্রিয়া যাতে সকলেই এনআরসির আওতায় আসতে পারেন।"

আসামে এনআরসি প্রক্রিয়া লাগু হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। অমিত শাহ বলেন, সারা ভারতে যখন এনআরসি প্রক্রিয়া লাগু হবে তখন তার মধ্যে আসামও পড়বে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসামে যাঁদের নাম খসড়া তালিকায় নেই, তাঁরা ট্রাইবুনালে যাওয়ার অধিকারী।তিনি বলেছেন, "যাদের নাম খসড়া তালিকায় নেই তাঁদের ট্রাইবুনালে যাবার অধিকার রয়েছে। সারা আসামে ট্রাইবুনাল গঠিত হবে। যাঁরা ট্রাইবুনালে যাবার খরচা জোগাড় করতে পারবেন না, আসাম সরকার নিজ খরচে তাঁদের জন্য আইনজীবীর ব্যবস্থা করবে।"

আরও পড়ুন, সময় হলেই ইন্টারনেট পরিষেবা চালু হবে কাশ্মীরে: অমিত শাহ

নাগরকিত্ব সংশোধনী বিলের সমর্থনে মুখ খোলেন তিনি। তিনি বলেন, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে ধর্মের ভিত্তিতে যেসব হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিষ্টান, পারসিদের বৈষম্যের মুখে পড়তে হচ্ছে তাঁদের রক্ষা করার জন্যই এই বিল।গত ৮ জানুয়ারি লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৬ পাশ হয়। ওই বিলে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম নাগরিকদের নাগরিকত্ব প্রদানে সুবিধা দেবার কথা বলা হয়েছে।

আসামে চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশিত হয়েছে ৩১ অগাস্ট। তালিকা থেকে বাদ পড়েছেন ১৯,০৬,৬৫৭ জন। মোট ৩,১১,২১,০০৪ জন তালিকায় ঠাঁই পেয়েছেন।

amit shah nrc Assam
Advertisment