Advertisment

Bus accident: ভয়ংকর বাস দুর্ঘটনা, মৃত কমপক্ষে ১৫, আহত বেশ কয়েকজন

Accidental death: আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যার ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

author-image
IE Bangla Web Desk
New Update
bus, accident, বাস, দুর্ঘটনা

Bus-accident-injured: আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। (ছবি- পিটিআই)

Bus falls into gorge: জাতীয় সড়কের (১৪৪এ) পাশে খাদে পড়ে গেল বাস। ভয়ংকর বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ১৫ জন। আহত বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যার ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

Advertisment

ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের আখনুরের কালীধর এলাকার টুঙ্গি মোড়ে। বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনার সময় বাসে ৬৫ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। তাঁরা বেশিরভাগই তীর্থযাত্রী। প্রাথমিক ভাবে প্রশাসন সূত্রে খবর, বাসটিতে উত্তরপ্রদেশের রেজিস্ট্রেশন নম্বর রয়েছে। বাসটি রিয়াসি জেলার শিব খোরি মন্দিরে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

সূত্রের খবর, জাতীয় সড়ক (NH-144A)-এর বিভিন্ন জায়গায় রাস্তা চওড়া করা হচ্ছে। সেই জন্য কাজ চলছে। এই কারণে রাস্তার অবস্থায় খারাপ ছিল। সূত্রের খবর, আহত যাত্রীদের উদ্ধার করা গিয়েছে। তাঁদের চৌকি চৌরা এবং আখনুরের হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। কিছু আহতকে জম্মুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, এই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'জম্মুর আখনুরে বাস দুর্ঘটনাটি হৃদয়বিদারক। আমি প্রাণহানির জন্য শোক প্রকাশ করছি। শোকাহত পরিবারগুলোকে অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।'

আরও পড়ুন- প্রেমের কাঁটা সরাতে বাবা-ভাইকে খুন, দেহাংশ ফ্রিজে ভরে চম্পট, পুলিশের জালে ‘মোস্ট ওয়ান্টেড’ নাবালিকা

তিনি আরও জানিয়েছেন, প্রশাসন শোকাহত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে। যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে।

bus accident Tourist Death Hospitalized
Advertisment