Advertisment

করোনা টিকাকরণের শংসাপত্র দেখালে তবেই কেনা যাবে মদ! অভিনব নিদান

এই নির্দেশিকা ঘিরেই আপাতত হইচই পড়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
No Covid vaccine certificate, no sale of liquor UP

একাধিক মদের দোকানের বাইরে ঝোলানো রয়েছে নির্দেশিকা ।

করোনাভাইরাসের টিকার সংশাপত্র না দেখালে মিলবে না মদ। উত্তরপ্রদেশের ইটাওয়াহ জেলার সাইফাইয়ের একাধিক মদের দোকানের বাইরে এমনই নির্দেশিকা ঝোলানো হয়েছে। অভিনব এই নির্দেশিকা ঘিরেই হইচই পড়ে গিয়েছে। বিক্রেতাদের দাবি, মহকুমা শাসকের নির্দেশ অনুসারেই এ ধরণের পদক্ষপ করা হয়েছে।

Advertisment

সংবাদ সংস্থা এএনআইকে সাইফাইয়ের এক মদ বিক্রেতা বলেছেন, 'মদ কিনতে হলে ক্রেতাকে ভ্যাকসিন সার্টিফিকেটনিয়ে আসতে হবে। একমাত্র ওই সার্টিফিকেট দেখার পরই মদ দেওয়া হচ্ছে।' কিন্তু হঠাৎ কেন এই ধরণে পদক্ষেপ? বিক্রেতার সাফ যুক্তি, মহকুমা শাসক নজরদারিতে এসে ওই নির্দেশ দেন। যা মদের দোকানের মালিকরা মেনে নিয়েছেন। তারপরই সব মদের দোকানের বাইরে মদ কিনতে হলে ভ্যাকসিন সার্টিফিকেট প্রদর্শন বাধ্যতামূলক বলে বোর্ড ঝোলান হয়েছে।

যদিও ইটাওয়াহ জেলা আবগারি অফিসার কমল কুমার শুক্লা এ ধরণের কোনও নির্দেশিকা জারির বিষয়টি অস্বীকার করেছেন। কমল কুমার শুক্লার কথায়, 'এমন কোনও অর্ডার আমাদের কাছে এখনও এসে পৌঁছায়নি। তবে টিকাকরণে উৎসাহ দিতে মহকুমা শাসকের এই নির্দেশিকা বলে মনে করছি।'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

uttar pradesh corona virus Liquor Corona Vaccination
Advertisment