Advertisment

জ্বালানির ওপর ভ্যাট কমাতে রাজ্যদের কাছে অনুরোধ পীযূষ গোয়েলের

পশ্চিমবঙ্গ, রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ পেট্রোল এবং ডিজেলের ওপর ভ্যাটের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে মন্ত্রী বলেছেন সারা বিশ্ব জুড়েই জ্বালানির দাম বাড়ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ব্যাপারে কেন্দ্র তৎপর রয়েছে। 

author-image
IE Bangla Web Desk
New Update
সাংবাদিক বৈঠকে পিয়ুষ গয়াল

Union Minister Piyush Goyal during press conference for Karnataka Vidhan Sabha Election. Express Photo By Prem Nath Pandey 11 May 2018 New Delhi *** Local Caption *** Union Minister Piyush Goyal during press conference for Karnataka Vidhan Sabha Election.

একদিকে টাকার দাম পড়ে যাওয়া, অন্যদিকে পেট্রোল ডিজেলের আকাশছোঁয়া দাম নিয়ে রীতিমতো চিন্তিত কেন্দ্র সরকার। সম্প্রতি রাজস্থানে ভ্যাটের পরিমাণ কমিয়ে জ্বালানির দাম খানিকটা নিয়ন্ত্রণে এনেছে সে রাজ্যের সরকার। বুধবার এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল দেশের বাকি রাজ্য সরকারকে জ্বালানির ওপর ভ্যাট কমানোর অনুরোধ করলেন। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, দেশের মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণেই আছে।

Advertisment

সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেন, "রাজস্থান সরকার প্রথম এই উদ্যোগ নিল। আশা করছি বাকি রাজ্যগুলোও তা অনুসরণ করবে। জ্বালানি তেলের দাম যেভাবে বাড়ছে, তা মাথায় রেখে সব রাজ্য সরকারকেই অনুরোধ করা হচ্ছে তারা যেন অ্যাড ভ্যালোরেম রেট নির্দিষ্ট রাখে অথবা কমায়।"

চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গ, রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ পেট্রোল এবং ডিজেলের ওপর ভ্যাটের পরিমাণ কমিয়ে দাম নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে গোয়েল বলেছেন, সারা বিশ্ব জুড়েই জ্বালানির দাম বাড়ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ব্যাপারে কেন্দ্র তৎপর রয়েছে।

আরও পড়ুন, পেট্রোল এবং ডিজেলে লিটার পিছু এক টাকা কমানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের

পেট্রোল ডিজেলের দাম বাড়া নিয়ে বিগত কয়েক দিনে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধীরা। সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "রাতারাতি কোনও পদক্ষেপ করলে হিতে বিপরীত হতে পারে ফলাফল। দেশের অর্থনীতিতে তার ভয়াবহ প্রভাব পড়তে পারে। এক লাফে চড়চড়িয়ে বাড়তে পারে মুদ্রাস্ফীতির হার"।

জ্বালানির আকাশছোঁয়া দাম নিয়ে পূর্বসূরী ইউপিএ সরকারকেও দুষলেন গোয়েল। বললেন, "কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার তেল সংস্থাগুলোর যা দুর্দশা করেছিল, তা চলতে থাকলে এতদিনে দেশের বাজারে তেল এবং গ্যাসের মন্দা দেখা দিত।"

আরও পড়ুন, অদূর ভবিষ্যতে পেট্রোল-ডিজেলের দাম কমার সম্ভাবনা নেই, দেখুন কেন

প্রসঙ্গত উল্লেখ্য, ক্রমশ বাড়তে থাকা পেট্রোল-ডিজেলের দাম নিয়ে দেশের রাজনৈতিক মহলে জোর আলোচনা হচ্ছে বেশ কিছু দিন ধরেই। অর্থনীতিবিদদের কপালের ভাঁজ বাড়ছে। কংগ্রেসের নেতৃত্বে ২৪ ঘণ্টার ভারত বন্ধও হয়েছে সোমবার। কিন্তু এই এত কিছুর মাঝে জ্বালানির দাম তো কিছু কমছেই না, বরং ক্রমশ বাড়তে থাকা দামের নতুন রেকর্ড তৈরি হচ্ছে রোজ। পেট্রোল-ডিজেলের ওপর আবগারি শুল্ক আপাতত কমাচ্ছে না কেন্দ্র। অন্ধ্রপ্রদেশ, রাজস্থানে ২ এবং ৪ শতাংশ ভ্যাট এবং পশ্চিমবঙ্গে লিটার পিছু ১ টাকা কমানো ছাড়া বাকি রাজ্যে তেমন কিছুই হয়নি।

Petrol price petrol diesel india
Advertisment