রাহুল গান্ধীর নেতৃত্বে 'ভারত জোড়ো যাত্রা' একদিনের বিরতির পর রবিবার দৌসা থেকে আবার শুরু হয়েছে। এই সময় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং সিনিয়র নেতা শচীন পাইলটকেও রাহুলের সঙ্গে এই যাত্রায় সামিল হতে দেখা যায়। ভারত জোড়ো যাত্রা নিয়ে, কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘রাহুল গান্ধী কংগ্রেসের আদর্শকে তার শিকড়কে এই যাত্রার মাধ্যমে, 'শক্তিশালী’ করার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, ‘ এই যাত্রা নিয়ে বিজেপি শঙ্কিত, তটস্ত। ‘কংগ্রেসের তৈরি পিচে ব্যাটিং করার চেষ্টা চালাচ্ছে বিজেপি’
জয়রাম রমেশ ভারত জোড়া যাত্রার ১০০ দিন পূর্ণ হওয়ার পরে এক সাংবাদিক বৈঠকে আজ বলেন, রাহুল গান্ধী কংগ্রেসের আদর্শকে আরও জোরালো ভাবে এই যাত্রার মাধ্যমে তুলে ধরছেন। তিনি আরও বলেন, রাহুল গান্ধী দলের নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে 'যুগলবন্দি' হয়ে কাজ করছেন।
কংগ্রেস কি আগামী বছর এরকম আরেকটি যাত্রা করতে পারে? এই প্রশ্নের উত্তরে জয়রাম রমেশ বলেছিলেন যে আমি অবশ্যই পোরবন্দর (গুজরাট) থেকে পরশুরাম কুন্ড (অরুণাচল প্রদেশ) যাত্রায় যোগ দিতে চাই। আমরা আগামী বছর এই যাত্রা কিভাবে সম্পন্ন করতে পারব এ নিয়ে আলোচনা ও বিতর্ক হওয়া উচিত।
তিনি বলেন, রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার মাধ্যমে একটি নতুন দিক নির্দেশন করেছেন। এই যাত্রা সংগঠনের পাশাপাশি, ভারতীয় রাজনীতির বাইরের বিশ্বে প্রভাব ফেলেছে। রমেশ দাবি করেছেন যে যাত্রা নিয়ে বিজেপি চিন্তিত এবং নার্ভাস।
৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হওয়া 'ভারত জোড়ো যাত্রা' এখনও পর্যন্ত আটটি রাজ্য - তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং রাজস্থান অতিক্রম করেছে। শুক্রবার যাত্রার ১০০ দিন পূর্ণ হলো। সোমবার আলওয়ারে এক জনসভায় ভাষণ দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী।
আরও পড়ুন: < ‘লাল কার্ড’ মোদীর, আধুনিক ভারত গড়ার আহ্বান >
পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, 'ভারত জোড়ো যাত্রা' ২৪ ডিসেম্বর দিল্লিতে প্রবেশ করবে এবং প্রায় আট দিনের বিরতির পরে, উত্তর প্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাব হয়ে অবশেষে জম্মু ও কাশ্মীরের দিকে যাবে। পূজা ভাট, রিয়া সেন, সুশান্ত সিং, স্বরা ভাস্কর, রশ্মি দেশাই, আকাঙ্ক্ষা পুরী এবং অমল পালেকারের মতো সেলিব্রিটি সহ সমাজের বিভিন্ন স্তরের লোকজনের অংশগ্রহণ দেখা গেছে ভারত জোড়ো যাত্রায়।
শিবসেনা নেতা আদিত্য ঠাকরে এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) সুপ্রিয়া সুলে, প্রাক্তন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এল রামাদোস, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি বিভিন্ন অনুষ্ঠানে এই পদযাত্রায় অংশ নিয়েছেন।